মনে করা হচ্ছে উপাচার্য বিশেষ কোনও সিদ্ধান্ত নিতে চলেছেন এই বৈঠকে। সম্প্রতি বিশ্ববিদ্যালয় একাধিক পরিস্থিতি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। মনে করা হচ্ছে উপাচার্য ওই বৈঠকে চূড়ান্ত কিছু সিদ্ধান্ত জানাতে পারেন।
আরও পড়ুন: কৃষ্ণনগরে আজ জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের, সভা ঘিরে নজর রাজনৈতিক মহলের
প্রসঙ্গত, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের নিজের দফতরের কর্মী সংকট নিয়ে প্রশ্ন তুলেছিলেন খোদ উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। এমনকী সেই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও তিনি বিষয়টি জানিয়েছেন। তারপরেও সমস্যা মেটেনি। তবে এবার শিক্ষামন্ত্রী অবশ্য় উপাচার্যের পাশে দাঁড়ালেন।
advertisement
আরও পড়ুন: ১০ না ৮ টাকা? বাসের ভাড়া নিয়ে দ্বিমত সরকার ও বেসরকারি বাস মালিকদের, চাপল শর্ত
এমনকী বিশ্ববিদ্যালয়ের শেষ কথা যে উপাচার্যই বলবেন সেকথাও কার্যত জানিয়ে দেন তিনি। এতে কিছুটা হলেও আশ্বস্ত হয়েছেন উপাচার্য। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মন্ত্রী একথা বলে থাকলে, আশা করি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। এই পরিস্থিতিতে বৈঠকে বসছেন রবীন্দ্র ভারতীর উপাচার্য।