শনিবার সকাল থেকে রবীন্দ্রভারতী ক্যাম্পাসের পড়ুয়াদের এক মর্মস্পর্শী ছবি তুলে ধরে৷ উপাচার্যের পদত্যাগপত্র পাঠানোর পরে ২৪ ঘন্টাও পার হয়নি তখন। শনিবার ক্যাম্পাসে যাওয়া মাত্রই পড়ুয়ারা ব্যানার-ফেস্টুন নিয়ে উপাচার্যের সামনে হঠাৎ হাজির হয়ে গেলেন। হাজির হয়েই উপাচার্যের কাছে পড়ুয়াদের কাতর আবেদন, তিনি যেন রবীন্দ্রভারতী ছেড়ে না যান।
শনিবার উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী বিশ্ববিদ্যালয় দূরশিক্ষা পরীক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে হঠাৎ হাজির হন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা চলে আসেন ক্যাম্পাসে। উপাচার্য সব দেখে উত্তর দেন, সিদ্ধান্ত তিনি পুনর্বিবেচনা করবেন৷ এত ছাত্রের এমন আবেগ দেখে তিনি অভিভূত বলেও জানান। পরে শিক্ষামন্ত্রীও জানান, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগপত্র গৃহীত হয়নি৷ সব মিলিয়ের দুপুরের পর সিদ্ধান্ত বদল করলেন উপাচার্য৷
advertisement
সোমরাজ বন্দোপাধ্যায়।