রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, বাংলা, পরিবেশ বিদ্যা, সোশ্যাল ওয়ার্ক, রবীন্দ্র সংগীত, ভোকাল মিউজিক ও সংস্কৃত বিষয়ে পড়ানোর জন্যই অনুমোদন পেয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।ইউজিসির তরফে যে চিঠি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ পর্যন্ত এই অনুমোদন দেওয়া হল। তবে সেক্ষেত্রে ইউজিসির তরফে চিঠিতে বলা হয়েছে পরিকাঠামোগত যে সকল সমস্যা রয়েছে বিশ্ববিদ্যালয়ের সেগুলি সংশোধন করতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সংশোধন করে ফের আবেদন জানাতে পারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও এই মুহূর্তে ইউজিসি তরফে আর কোনো আবেদন নেওয়া হবে না দুরশিক্ষার পাঠক্রমের জন্য। তবে ইউজিসির তরফে যখন আবেদনপত্র চাওয়া হবে তখন আবেদন জানাতে পারে দূরশিক্ষার পাঠক্রমের জন্য বলেই ইউজিসির তরফে চিঠিতে বলা হয়েছে।
advertisement
প্রসঙ্গত এর আগেও দূরশিক্ষার পাঠ্যক্রমের অনুমোদন নিয়ে সমস্যায় পড়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরিকাঠামো, একাধিক প্রার্থী রয়েছে বলে জানিয়ে ইউজিসির তরফে এর আগেও দূরশিক্ষার অনুমোদন দেওয়া হয়নি। যদিও ইউজিসির সঙ্গে পরবর্তীকালে আলোচনা করে ফের দূরশিক্ষার অনুমোদন পেয়েছে রবীন্দ্রভারতী। তবে স্নাতকোত্তর স্তরের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে অনুমোদন না পাওয়ায় রাজ্যের বহু ছাত্র-ছাত্রী সমস্যার মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তার কারণ রাজ্যের বিভিন্ন প্রান্তের ছাত্রছাত্রীরা রবীন্দ্রভারতীর দূরশিক্ষার উপর নির্ভর করে থাকে। ইতিমধ্যেই উচ্চশিক্ষা দপ্তর ও এই বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু করেছে বলেই সূত্রের খবর। যদিও গুরুত্বপূর্ণ বিষয় গুলির দূরশিক্ষার অনুমোদন না পাওয়ায় রাজ্য জেফের ইউজিসিকে চিঠি লিখতে চলেছে তাতে কোনও সন্দেহ নেই।