TRENDING:

Rabi Shankar Prasad threatens TMC: সাংবিধানিক পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন রবিশঙ্কর, গুরুত্বই দিলেন না অভিষেক

Last Updated:

রবিশঙ্করের এই হুঁশিয়ারি শুনে তাঁকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যদি এভাবেই বিজেপি নেতা কর্মীদের উপরে অত্যাচার চালাতে থাকে, তাহলে প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা নেওয়া হবে৷ এমনই হুঁশিয়ারি দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি-র শীর্ষ নেতা রবিশঙ্কর প্রসাদ৷ যদিও বিজেপি-র অন্যতম শীর্ষ নেতার এই বক্তব্যকে বিশেষ আমল দেয়নি তৃণমূল৷ বরং মন্ত্রিত্ব হারানো নিয়ে পাল্টা বিহারের সাংসদকে কটাক্ষ করেছে ঘাসফুল শিবির৷

রবিশঙ্করের হুঁশিয়ারি ওড়ালেন অভিষেক৷
রবিশঙ্করের হুঁশিয়ারি ওড়ালেন অভিষেক৷
advertisement

নবান্ন অভিযান চলাকালীন পুলিশ বিজেপি কর্মীদের উপরে বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে বলে এ দিন দিল্লিতে সাংবাদিক বৈঠকে সরব হন রবিশঙ্কর৷ বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব যে নবান্ন অভিযানকে সফল বলেই মনে করছে, তা এ দিন স্পষ্ট করে দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী৷ একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি৷

মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'আমি জয়প্রকাশ নারায়ণের সৈনিক৷ ইন্দিরা গান্ধি অনেক চেষ্টা করেও জয়প্রকাশ নারায়ণকে রুখতে পারেননি৷ আপনিও বিজেপি-কে রুতে পারবেন না৷ মনে রাখবেন, বাম-কংগ্রেস মুছে গিয়েছে, বিজেপি ৭৭-এ পৌঁছে গিয়েছে৷ তৃণমূলের অর্থ শিঁকড়ের সঙ্গে যার সম্পর্ক৷ মাটির সঙ্গে সম্পর্ক থাকলে এ ভাবে অত্যাচার করা যায় না৷ আপনি দলের নাম বদলে ফেলুন৷' একই সঙ্গে তাঁর হুঁশিয়ারি, 'যত অত্যাচার করবেন, বিজেপি-র প্রতিবাদের স্বর আরও চড়বে৷ কিন্তু মনে রাখবেন, এ ভাবেই যদি বিজেপি নেতা কর্মীদের উপরে অত্যাচার চলতে থাকে, তাহলে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে৷'

advertisement

আরও পড়ুন: নবান্ন অভিযানে দারুণ খুশি দিল্লি, বড় সার্টিফিকেট পেলেন শুভেন্দু- দিলীপরা

অতীতে বার বারই রাজ্যে রাষ্ট্রপতি শাসনের দাবি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কাছে দরবার করেছেন বিজেপি-র রাজ্য নেতারা৷ যদিও সেই দাবিকে খুব একটা আমল দেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী৷ বরং গণতান্ত্রিক আন্দোলন করেই রাজ্যে ক্ষমতা দখলের চেষ্টা করার জন্য বঙ্গ বিজেপি-র নেতাদের পরামর্শ দিয়েছিলেন তিনি৷ যদিও এ দিন রবিশঙ্কর প্রসাদের মতো প্রাক্তন মন্ত্রীর মুখে দলীয় সাংবাদিক বৈঠকে সাংবিধানিক পদক্ষেপের হুঁশিয়ারি তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

যদিও রবিশঙ্করের এই হুঁশিয়ারি শুনে তাঁকে পাল্টা কটাক্ষ করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, 'উনি তো আইন মন্ত্রী ছিলেন৷ সংবিধানটা বুঝতেন না বলেই মনে হয় ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে৷' আর এক তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'উনি যা বললেন অর্থহীন৷ কারও সাংবিধানিক অধিকার কাড়া হয়নি৷ কালকে নবান্নে তাণ্ডব করেছে৷ অতীতে এমন দৃষ্টান্ত নেই৷ পুরো দায় বিজেপি নেতৃত্বের৷ তিন ভাগে মিছিল ছিল, তিনটেই ফ্লপ৷ রবিশঙ্কর প্রসাদকে তৃণমূল নিয়ে ভাবতে হবে না৷ ফ্লপ শো করার পর রবিশঙ্কর প্রসাদকে দিয়ে বিজেপি-র ভাবমূর্তি উন্নত হবে না৷'

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Rabi Shankar Prasad threatens TMC: সাংবিধানিক পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন রবিশঙ্কর, গুরুত্বই দিলেন না অভিষেক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল