TRENDING:

R G Kar Murder: ক্যানসারে সদ্য মৃত স্ত্রী, একাধিক বিয়ে! নিজেকে পুলিশকর্মী পরিচয় দিত আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয়

Last Updated:

R G Kar Murder: আর জি করে মহিলা ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় ইতিমধ‍্যেই এক ব‍্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। শুক্রবার রাতেই হাসপাতাল চত্ত্বর থেকে সঞ্জয় রায় নামের ওই ব‍্যক্তিকে গ্রেফতার করা হয়। কিন্তু কে এই সঞ্জয় রায়? অভিযুক্তের মায়ের এবং প্রতিবেশীদের কাছ থেকে জানা গেল একাধিক চাঞ্চল‍্যকর তথ‍্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আর জি করে মহিলা ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় ইতিমধ‍্যেই এক ব‍্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। শুক্রবার রাতেই হাসপাতাল চত্বর থেকে সঞ্জয় রায় নামের ওই ব‍্যক্তিকে গ্রেফতার করা হয়। কিন্তু কে এই সঞ্জয় রায়? অভিযুক্তের মায়ের এবং প্রতিবেশীদের কাছ থেকে জানা গেল একাধিক চাঞ্চল‍্যকর তথ‍্য।
ক্যানসারে সদ্য মৃত স্ত্রী, একাধিক বিয়ে! নিজেকে পুলিশকর্মী পরিচয় দিত আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয়
ক্যানসারে সদ্য মৃত স্ত্রী, একাধিক বিয়ে! নিজেকে পুলিশকর্মী পরিচয় দিত আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয়
advertisement

অভিযুক্তের মায়ের দাবি, শেষ কয়েকদিন বাড়িতে আসেনি নির্মম হত‍্যাকাণ্ডের ধৃত সঞ্জয়। কিছুদিন আগেই সঞ্জয় রায়ের স্ত্রী ক্যানসারে মারা যায়। একাধিক বিয়ে করেছিলেন অভিযুক্ত। প্রতিবেশীদের দাবি ৫ টি। টাকা নিয়ে পৈতৃক ভিটে লিখে দেওয়ার নাম করে প্রতিবেশীদের থেকে টাকা আত্মসাতের অভিযোগও উঠেছে ধৃত সঞ্জয়ের বিরুদ্ধে। পাওনাদারের তাগাদায় শেষমেশ বাড়িতে বেশি আসত না সঞ্জয়।

advertisement

আরও পড়ুন: পরিস্থিতি খতিয়ে দেখতে ধস-বিধ্বস্ত ওয়ানাডে যাচ্ছেন প্রধানমন্ত্রী, ‘ধন্যবাদ’ রাহুলের

কলকাতা আর্মড পুলিশের ফোর্থ ব্যাটালিয়নে চাকরি করত অভিযুক্ত তেমনটাই সে বলে বেড়াতো প্রতিবেশীদের। অভিযুক্তের মায়ের দাবি সে কলকাতা পুলিশে চাকরি করত। প্রতিবেশীদের দাবি, তারা পরে জানতে পারে সে আসলে সিভিক। এলাকায় সব সময় ক্যামো প্যান্ট আর বুট পরে ঘুরত। ইউনিফর্ম পরত না। সিভিলে ডিউটি করছে বলে প্রতিবেশীদের জানাত।

advertisement

আরও পড়ুন: বলুন তো কোন জিনিস বাগানে সবুজ, বাজারে কালো আর ‘বাড়িতে লাল’ হয়? রান্নাঘরেই আছে কিন্তু! ৯৯% লোকজনই ভুল উত্তর দিয়েছেন

যদিও এ প্রসঙ্গে, নগরপাল বিনীত গোয়েলকে প্রশ্ন করা হলে, তিনি এড়িয়ে গিয়েছেন। তিনি শুধু বলেন, ‘ধৃত আমাদের কাছে একজন বড় মাপের অপরাধী৷ যে এমন ঘৃন্য অপরাধ করে, তার সর্বোচ্চ শাস্তি প্রাপ্য৷ আমরা সেটা দেখব৷’ পাশাপাশি এই ঘটনায় আর কেউ জড়িত কি না, তাও পুলিশ খতিয়ে দেখছে বলে জানিয়েছেন নগরপাল৷ ধৃতের বিরুদ্ধে খুন এবং ধর্ষণের ধারায় মামলা দায়ের করা হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, গতকাল সকালে আরজি কর হাসপাতালের চার তলায় সেমিনার রুম থেকে ওই তরুণী চিকিৎসক পড়ুয়ার অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়৷ উত্তর চব্বিশ পরগণার বাসিন্দা ওই ডাক্তারি পড়ুয়া আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেস্ট ডিপার্টমেন্টের পোস্ট গ্রাজুয়েটের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। ওই চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে৷ এই ঘটনায় রাজ্য রাজনীতিও উত্তপ্ত হয়ে ওঠে৷ রাতে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও ওই চিকিৎসককে যৌন নির্যাতন করে নৃশংস ভাবে হত্যার প্রমাণ পাওয়া যায়৷ ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে এলেই এ বিষয়ে আরও নিশ্চিত হবে পুলিশ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
R G Kar Murder: ক্যানসারে সদ্য মৃত স্ত্রী, একাধিক বিয়ে! নিজেকে পুলিশকর্মী পরিচয় দিত আর জি কর কাণ্ডে ধৃত সঞ্জয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল