আরজি কর হাসপাতালে মহিলা চিকিত্সককে ধর্ষণ এবং খুনের ঘটনায় এবার জিবি বা ‘জেনারেল বডি’র মিটিং শুরু হবে। কলকাতা মেডিক্যাল কলেজে শুরু হবে জিবি। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত চিকিত্সক পড়ুয়াদের জিবি বৈঠক হবে কলকাতা মেডিক্যাল কলেজে।
advertisement
আরজি করে চিকিৎসক নির্যাতন এবং খুনের ঘটনায় একগুচ্ছ দাবি আরজি কর রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের। একইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে।
হাসপাতালের এই চিকিৎসক সংগঠনটি রবিবার একগুচ্ছ দাবি জানিয়েছে আরজি করের জুনিয়র ডাক্তারের খুনের ঘটনায়। আরজি কর রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের এই ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে। তাঁদের সন্দেহ, এই ঘটনায় একাধিক অপরাধীর হাত রয়েছে, শুধু সঞ্জয়ের গ্রেফতারে সন্তুষ্ট নয় চিকিৎসকরা।
রবিবার চিকিৎসকদের এই সংগঠন আরজি কর হাসপাতালের চিকিৎসক এবং চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধানকে সরানোর দাবিতে সরব হয়েছে। সেই সঙ্গে মৃতার পরিবারকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে তাঁরা। আরজি করের এই ঘটনার পর থেকেই টানা অশান্তি চলছে হাসপাতালে। বিভিন্ন সময়ে ব্যাহত হয়েছে পরিষেবা। আবার রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। সেই সঙ্গে সমস্ত চিকিৎসক, ছাত্রছাত্রী এবং নাগরিক সমাজকে এই আন্দোলনে তাদের পাশে দাঁড়ানোর আবেদন করেছে চিকিৎসকরা।