TRENDING:

Mamata Banerjee on R G Kar: ‘আমাকে যত পারেন অসম্মান করুন..,’ দোষীর ফাঁসির পক্ষে ফের সওয়াল, ধনঞ্জয়ের কথা মনে করালেন মমতা

Last Updated:

বুধবারের অনুষ্ঠানে আর জি কর হাসপাতালে আক্রান্তের পরিবার ও ছাত্রছাত্রীদের সমবেদনা জানিয়ে নিজের বক্তব্য শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা ঘিরে প্রতিবাদে তোলপাড় সারা শহর৷ বিক্ষোভ আন্দোলন ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে৷ আদালতের নির্দেশে ইতিমধ্যেই তদন্তভার তুলে দেওয়া হয়েছে সিবিআইয়ের কাছে৷ বুধবার সকালেই রাজ্যে এসে গিয়েছে সিবিআইয়ের বিশেষ তদন্তকারী দল৷ মূল অভিযুক্ত সঞ্জয় রাইকে সিবিআইয়ের হাতে তুলে দিয়েছে পুলিশ৷ তার মেডিক্যাল পরীক্ষাও করা হয়েছে৷
advertisement

এদিন বেহালা প্রাক স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এসেছে আর জি করের ঘটনা প্রসঙ্গ৷

বুধবারের অনুষ্ঠানে আর জি কর হাসপাতালে আক্রান্তের পরিবার ও ছাত্রছাত্রীদের সমবেদনা জানিয়ে নিজের বক্তব্য শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন: নবান্নে জরুরি বৈঠকে ডিজি রাজীব কুমার! ‘মেয়েদের রাত দখল’ ঘিরে অতি সতর্ক রাজ্য পুলিশ

advertisement

মমতা বলেন, ‘‘ঘটনার সময় ঝাড়গ্রামে ছিলাম। ফেরার সময় জানতে পারি গাড়িতে। আমি সিপির সাথে যোগাযোগ করি। সিপি বলে সে আছে। আমি তার অভিভাবকদের সাথে কথা বলেছি। আমি ফাঁসি চাই বলেছিলাম। আজও সেই কথায় স্থির আছি। আমি সোমবার গিয়েছিলাম তাদের বাড়ি। আমার সাথে ১০০ বার কথা হয়েছে। মিনিট টু মিনিট কথা হয়েছে। সিপির সাথে রাত দু’টো অবধি কথা হয়েছে। সিসিটিভি দেখা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা, স্যাম্পেল সংগ্রহ সব করা হয়েছে। ১২ ঘণ্টার মধ্যে আসল খুনিকে গ্রেফতার করা হয়েছে।’’

advertisement

তাঁর কথায়, ‘‘আমি রবিবার অব্ধি সময় দিয়েছিলাম। আমি স্বাস্থ্য দফতরকেও বলেছিলাম তদন্ত করুন। কার কার গাফিলতি আছে দেখুন। ৪৮ ঘণ্টা পরে আমি বদলি করেছিলাম। উইদাউট তথ্য প্রমাণ করা যায় না। এই তো ধনঞ্জয় কেস দেখছেন। লোকটা চলে গেল। বুদ্ধবাবুর আমলে অনেক ঘটনা ঘটেছিল। আমি দুঃখিত নাম নেওয়ার জন্য। তার স্ত্রী ডোরিনা ক্রসিংয়ে ফাঁসি চেয়েছিলেন। এখন সাক্ষী বলছে জোর করা হয়েছিল।’’

advertisement

আরও পড়ুন: ‘মেয়েদের রাত দখল’ কর্মসূচিকে ‘নাটক’ বলে কটাক্ষ! বাম-বিজেপির যোগ নিয়ে একের পর এক পোস্ট কুণাল ঘোষের

এর পরে ফের মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তাঁর পুলিশ সবরকম ভাবে সিবিআইকে সহযোগিতা করবে৷ বলেন, ‘‘আমাদের কোনও লেনাদেনা নেই। আমি নিজে সিবিআইকে দেব বলেছিলাম। ৩৪ জনকে জিজ্ঞাসাবাদ করেছে শুনেছি। আরও অনেক জন ছিল। যাক গে হাইকোর্ট দিয়েছে ভাল। আমাদের আপত্তি নেই। কলকাতা পুলিশ যে টিম কাজ করেছে তারা বেস্ট টিম পৃথিবীর।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মমতার স্পষ্ট কথা, ‘‘সোশ্যাল মিডিয়ায় একাংশ মিথ্যা প্রচার করছে। আমাকে যত খুশি গালাগাল দিন। কিন্তু বাংলা মাকে অসম্মান করবেন না।’’

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on R G Kar: ‘আমাকে যত পারেন অসম্মান করুন..,’ দোষীর ফাঁসির পক্ষে ফের সওয়াল, ধনঞ্জয়ের কথা মনে করালেন মমতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল