এদিন বেহালা প্রাক স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে উঠে এসেছে আর জি করের ঘটনা প্রসঙ্গ৷
বুধবারের অনুষ্ঠানে আর জি কর হাসপাতালে আক্রান্তের পরিবার ও ছাত্রছাত্রীদের সমবেদনা জানিয়ে নিজের বক্তব্য শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন: নবান্নে জরুরি বৈঠকে ডিজি রাজীব কুমার! ‘মেয়েদের রাত দখল’ ঘিরে অতি সতর্ক রাজ্য পুলিশ
advertisement
মমতা বলেন, ‘‘ঘটনার সময় ঝাড়গ্রামে ছিলাম। ফেরার সময় জানতে পারি গাড়িতে। আমি সিপির সাথে যোগাযোগ করি। সিপি বলে সে আছে। আমি তার অভিভাবকদের সাথে কথা বলেছি। আমি ফাঁসি চাই বলেছিলাম। আজও সেই কথায় স্থির আছি। আমি সোমবার গিয়েছিলাম তাদের বাড়ি। আমার সাথে ১০০ বার কথা হয়েছে। মিনিট টু মিনিট কথা হয়েছে। সিপির সাথে রাত দু’টো অবধি কথা হয়েছে। সিসিটিভি দেখা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ডাকা, স্যাম্পেল সংগ্রহ সব করা হয়েছে। ১২ ঘণ্টার মধ্যে আসল খুনিকে গ্রেফতার করা হয়েছে।’’
তাঁর কথায়, ‘‘আমি রবিবার অব্ধি সময় দিয়েছিলাম। আমি স্বাস্থ্য দফতরকেও বলেছিলাম তদন্ত করুন। কার কার গাফিলতি আছে দেখুন। ৪৮ ঘণ্টা পরে আমি বদলি করেছিলাম। উইদাউট তথ্য প্রমাণ করা যায় না। এই তো ধনঞ্জয় কেস দেখছেন। লোকটা চলে গেল। বুদ্ধবাবুর আমলে অনেক ঘটনা ঘটেছিল। আমি দুঃখিত নাম নেওয়ার জন্য। তার স্ত্রী ডোরিনা ক্রসিংয়ে ফাঁসি চেয়েছিলেন। এখন সাক্ষী বলছে জোর করা হয়েছিল।’’
এর পরে ফের মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তাঁর পুলিশ সবরকম ভাবে সিবিআইকে সহযোগিতা করবে৷ বলেন, ‘‘আমাদের কোনও লেনাদেনা নেই। আমি নিজে সিবিআইকে দেব বলেছিলাম। ৩৪ জনকে জিজ্ঞাসাবাদ করেছে শুনেছি। আরও অনেক জন ছিল। যাক গে হাইকোর্ট দিয়েছে ভাল। আমাদের আপত্তি নেই। কলকাতা পুলিশ যে টিম কাজ করেছে তারা বেস্ট টিম পৃথিবীর।’’
মমতার স্পষ্ট কথা, ‘‘সোশ্যাল মিডিয়ায় একাংশ মিথ্যা প্রচার করছে। আমাকে যত খুশি গালাগাল দিন। কিন্তু বাংলা মাকে অসম্মান করবেন না।’’