RG Kar Doctor Death: 'মেয়েদের রাত দখল' কর্মসূচিকে ‘নাটক’ বলে কটাক্ষ! বাম-বিজেপির যোগ নিয়ে একের পর এক পোস্ট কুণাল ঘোষের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
অন্য আরেকটি পোস্টে বামেদের সরাসরি আক্রমণ করে কুণালের পোস্ট, ‘RGKar. প্রতিবাদ আমরা সবাই করছি। কিন্তু বামরাম মুখোশ পরে রাতে পথনাটিকা করবে। তাতে সামিল হবেন না। ওরা বানতলা, ধানতলাসহ অসংখ্য ঘটনার ধারক বাহক। এখন একটি বিচ্ছিন্ন কুৎসিত ঘটনা নিয়ে ঘোলাজলে মাছ ধরতে নেমেছে।’
আরজিকর। আসল দোষী/দের ফাঁসি হোক।
কোনো প্রভাবশালী থাকলেও যেন ছাড় না পায়। এই দাবি থাকবে। তবে, বামরামের রাজনৈতিক ইভেন্টে পা দেবেন না। রাতে অসংখ্য মা-বোন কাজ করেন, যাতায়াত করেন, অফিস করেন। তার জন্য রাত দখলের নাটক সাজাচ্ছে তারা, যাদের জমানা এইসব ঘটনায় কলুষিত। অরাজনীতির মুখোশ চলছে। pic.twitter.com/8HKR2nByp5— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 14, 2024
এরপর থানায় বধূনির্যাতন, বধূহত্যা বা শাশুড়ি নির্যাতনের মামলা এলে পুলিশ সংশ্লিষ্ট শাশুড়ি, ননদ, বউমাকে পুলিশ ধরবে না তো?
সবাই তো মহিলা।
আজ যারা নাটকের ইভেন্টে যাবেন, সেই বিশেষজ্ঞরা কী বলেন?RGKar. প্রতিবাদ আমাদেরও। দোষীদের শাস্তি আমরাও চাই। তবে রামবামের সুযোগসন্ধানী নাটকে নেই।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 14, 2024
RGKar. প্রতিবাদ আমরা সবাই করছি।
কিন্তু বামরাম মুখোশ পরে রাতে পথনাটিকা করবে। তাতে সামিল হবেন না। ওরা বানতলা, ধানতলাসহ অসংখ্য ঘটনার ধারক বাহক। এখন একটি বিচ্ছিন্ন কুৎসিত ঘটনা নিয়ে ঘোলাজলে মাছ ধরতে নেমেছে। pic.twitter.com/VGIbh0qjkn
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 14, 2024