মাঝেরহাট ব্রজি বিপর্যয়ের পর থেকেই বন্ধ ছিল ওই রাস্তা৷ রাজ্যের সব ব্রিজ ও কালভার্ট সেচ ও জলপথ দফতর থেকে বদল করে পূর্ত দফতরের অধীনে দেওয়া হচ্ছে৷ পূর্ত দফতর জানিয়েছে, মাঝেরহাটে সাময়িক রাস্তা তৈরির কাজ শেষ৷
গত ১৪ সেপ্টেম্বর ব্রিজ নিয়ে একটি বৈঠক হয় নবান্নে৷ সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়, সেচ ও জলপথ দফতরের হাত থেকে রাজ্যের সব ব্রিজ ও কালভার্টের দায়িত্ব তুলে দেওয়া হবে পূর্তদফতরের হাতে৷ এ ছাড়াও রাজ্যের সব ব্রিজ দেখভালের জন্য ব্রিজ কর্পোরেশন তৈরিরও কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement
মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর থেকেই বেহালাগামী রাস্তায় তীব্র যানজটের স্বীকার হচ্ছেন মানুষ৷ তাই পূর্ত দফতরের ঘোষণায় সেই যানযন্ত্রণা থেকে মুক্তি মিলবে বলেই আশাবাদী শহরবাসী৷
আরও ভিডিও: মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার মুহূর্ত, দেখুন আতঙ্কের সেই ছবি