বর্তমানে রাজ্যের পূর্ত দফতরের অধীনে মোট ২২২০টি উড়ালপুল রয়েছে। সূত্রের খবর, এরমধ্যে ১৭৬টি ব্রিজের অবিলম্বে মেরামতির প্রয়োজন রয়েছে।
অন্যদিকে, জেলায় জেলায় বিভিন্ন প্রকল্পের কাজে গতি বাড়াতে চায় পূর্ত দফতর। তার জন্য জেলা ধরে ধরে বৈঠক করছে পূর্ত দফতর। কোন জেলায় কী কী প্রকল্পের কাজ এখনও থমকে রয়েছে। কোন কোন প্রকল্পের কাজে গতি হচ্ছে না? বিভিন্ন জেলা ধরে ধরে বৈঠক। ইতিমধ্যেই ১২ থেকে ১৩ টি জেলার বৈঠক ও হয়েছে বলেই পূর্ত দফতর সূত্রে খবর।
advertisement
রাস্তা ব্রিজ, ইতিমধ্যেই যে প্রকল্পগুলির শিলান্যাস হয়েছে তার কাজে গতি বাড়ানো, যেগুলির উদ্বোধনের অপেক্ষায় রয়েছে সেগুলি দ্রুত কাজ শেষ করে উদ্বোধনের জন্য তৈরি করা।জেলা ধরে ধরে বৈঠক করে এমনই নির্দেশ দিচ্ছেন পূর্ত দফতরের সচিব পর্যায়ের আধিকারিকরা বলেই নবান্ন সূত্রে খবর।
তাই অবিলম্বে রাজ্যজুড়ে সব ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করাতে চায় পূর্ত দফতর। নবান্ন সূত্রে খবর।