TRENDING:

পার্পল লাইনে সোমবার থেকেই বেশি মেট্রো...  শহরতলির যাত্রীদের বিশেষ সুবিধা

Last Updated:

সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পার্পল লাইনে প্রতিদিন ৮০টি পরিষেবা (৪০টি আপ এবং ৪০টি ডাউন)-এর পরিবর্তে ৮৪টি পরিষেবা (৪২টি আপ এবং ৪২টি ডাউন) পরিচালিত হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সোমবার থেকে পার্পল লাইনে আরও মেট্রো পরিষেবা। শহরতলির যাত্রীদের সুবিধার্থে বাড়ানো হল পরিষেবার সময়। আজ থেকে সপ্তাহের দিনগুলিতে পার্পল লাইনে আরও মেট্রো পরিষেবা পরিচালিত হতে চলেছে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পার্পল লাইনে প্রতিদিন ৮০টি পরিষেবা (৪০টি আপ এবং ৪০টি ডাউন)-এর পরিবর্তে ৮৪টি পরিষেবা (৪২টি আপ এবং ৪২টি ডাউন) পরিচালিত হবে।
* পার্পল লাইনে আজ থেকে বেশি মেট্রো 
* পার্পল লাইনে আজ থেকে বেশি মেট্রো 
advertisement

প্রথম পরিষেবা:

জোকা থেকে মাঝেরহাট ০৬.৫০ট-র পরিবর্তে সকাল ৬.৪০টায়

মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত ৭.০৩ ঘণ্টায়

শেষ পরিষেবা:

জোকা থেকে মাঝেরহাট পর্যন্ত রাত ৯টা ৫-

মাঝেরহাট থেকে জোকা পর্যন্ত রাত ৯.২৬ 

আরও পড়ুন: সন্তানকে নবোদয় বিদ্যালয়, সৈনিক স্কুলে ভর্তি করানোর ইচ্ছে! ভর্তির পরীক্ষায় সহজে ‘চান্স’ পাওয়ার ফর্মুলা শেখালেন অভিজ্ঞ শিক্ষক

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রবিতে ছুটির দিনেই ক্যামেরাবন্দি জঙ্গলের মহারাজ! বাঘ দেখে উচ্ছ্বসিত পর্যটকরা
আরও দেখুন

মেট্রো পরিষেবা বৃদ্ধি এবং পরিষেবার সময় বৃদ্ধির ফলে পূর্ব রেলের শিয়ালদহ-বজবজ লাইনের যাত্রীরা বেশ উপকৃত। রবিবার এই লাইনে কোনও পরিষেবা থাকবে না। এই লাইনের যাত্রীরা মাঝেরহাট স্টেশনে নেমে, সেখান থেকে রেললাইনে ট্রেন ধরে শিয়ালদহ বা অন্য প্রান্তে পৌঁছতে পারেন। সামগ্রিক ভাবে সব যাত্রীদের সুবিধা হবে এই পদক্ষেপে। আপাতত মাঝেরহাট অবধি এই মেট্রো প্রকল্প রয়েছে। তবে ধাপে ধাপে এই প্রকল্প বাড়ছে। এসপ্ল্যানেড অবধি পরিষেবা চালু হয়ে গেলে আমুল বদলে যাবে দক্ষিণের পরিবহণ মানচিত্র।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
পার্পল লাইনে সোমবার থেকেই বেশি মেট্রো...  শহরতলির যাত্রীদের বিশেষ সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল