TRENDING:

New Panchayat Minister of Bengal: সুব্রতর পঞ্চায়েত সামলাবেন পুলক, নতুন দায়িত্বে অমিত মিত্র, রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল

Last Updated:

শারীরিক কারণেই অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন অমিত মিত্র৷ আপাতত অর্থ দফতর থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল করা হল৷ নবান্ন সূত্রের খবর, সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর পর গুরুত্বপূর্ণ পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের দায়িত্ব দেওয়া হচ্ছে পুলক রায়কে (New Panchayat Minister Pulak Roy)৷ তিনি জনস্বাস্থ্য কারিগরি দফতরের দায়িত্বে ছিলেন৷ পঞ্চায়েত দফতরের সম্ভাব্য প্রতিমন্ত্রী হচ্ছেন বেচারাম মান্না৷ এ ছাড়াও সাধন পাণ্ডে অসুস্থ থাকায় ক্রেতা সুরক্ষা দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে মানস ভুঁইয়াকে (Manas Bhunia)৷ তিনি বর্তমানে জলসম্পদ দফতরের দায়িত্বে রয়েছেন৷
অমিত মিত্র ও পুলক রায়৷
অমিত মিত্র ও পুলক রায়৷
advertisement

আরও পড়ুন: 'মমতা গরিবের মেয়ে, ওকে উঠতে দে!' সুব্রতর স্মরণে স্মৃতির ঝাঁপি খুললেন পার্থ

শারীরিক কারণেই অর্থমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন অমিত মিত্র৷ আপাতত অর্থ দফতর থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে৷ অর্থ দফতরের প্রতিমন্ত্রী হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে৷ অমিত মিত্রকে (Amit Mitra) মুখ্যমন্ত্রীর মুখ্য আর্থিক উপদেষ্টা করা হয়েছে৷

advertisement

এ দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকেই মন্ত্রীদের নতুন দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে৷ এ ছাড়াও আরও বেশ কয়েকটি দফতরের মন্ত্রীদের দায়িত্ব নতুন করে বণ্টন করা হয়েছে৷ শিল্প পুনর্গঠনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে৷ শশী পাঁজাকে নারী ও সমাজকল্যাণের সঙ্গে অতিরিক্ত দায়িত্ব হিসেবে স্বনির্ভর গোষ্ঠী উন্নয়ন দফতরের অতিরিক্ত ভার দেওয়া হয়েছে৷ যদিও মন্ত্রীদের নতুন দায়িত্ব বণ্টনের পর তা রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হবে৷

advertisement

সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণের পর পঞ্চায়েতের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব কাকে দেওয়া হবে, তা নিয়ে জোর জল্পনা ছিল৷ শেষ পর্যন্ত এই গুরুদায়িত্বের জন্য উলুবেড়িয়া দক্ষিণের বিধায়ককেই বেছে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত পঞ্চায়েত দফতরের সঙ্গে জনস্বাস্থ্য কারিগরি দফতরের দায়িত্বও সামলাতেন সুব্রত৷ তৃতীয় বার সরকার গঠনের পর পঞ্চায়েত এবং জনস্বাস্থ্য দফতরের জন্য আলাদা আলাদা মন্ত্রীদের দায়িত্ব দেওয়া হয়৷ এবার সুব্রতর মতোই জোড়া দায়িত্ব সামলাতে হবে পুলক রায়কে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

অমিত মিত্র অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব ছাড়লেও তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ অমিত মিত্রকে যে সরকারের উপদেষ্টা করা হতে পারে, অনেক দিন ধরেই রাজ্য প্রশাসন এবং শাসক দল সূত্রে সেই খবর ছিল৷ মুখ্যমন্ত্রী প্রধান আর্থিক উপদেষ্টা হিসেবে পূর্ণমন্ত্রীর সমান মর্যাদাই পাবেন অমিত৷

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
New Panchayat Minister of Bengal: সুব্রতর পঞ্চায়েত সামলাবেন পুলক, নতুন দায়িত্বে অমিত মিত্র, রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল