TRENDING:

Pujo Tour 2023: পুজোতে দুর্দান্ত ঘোরার প্যাকেজ পর্যটন দফতরের, দার্জিলিং থেকে শান্তিকেতন রইল ঘুরতে যাওয়ার বিশেষ টিপস

Last Updated:

Pujo Tour 2023: পুজোতে কিভাবে প্লান করতে পারেন বিভিন্ন জায়গায়? তার জন্য ৬০ টিরও বেশি ট্যুর প্যাকেজ নিয়ে এল রাজ্যের পর্যটন দফতর। খাওয়াদাওয়া থেকে শুরু করে গাইড সবকিছুই প্ল্যান করে তৈরি করে দিল পর্যটন দফতর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পুজোর ছুটিতে অনেকেই বাইরে ঘুরতে যেতে চান। অনেকেই পাহাড় বা সমুদ্র যেতে চান। তবে এবার পাহাড়বা  সমুদ্র নয়, আপনার পাশের জেলাতেও রয়েছে পুজোতে সুন্দর ঘোরার জায়গা। রাজ্যের একাধিক জেলা ধরে ধরে কোথায় কোথায় ঘুরতে যাবার জায়গা রয়েছে তা তুলে ধরল রাজ্যের পর্যটন দফতর।
 ১৬ টির বেশি জায়গায় ঘুরতে যাওয়ার জন্য ৬০টিরও বেশি ট্যুর প্যাকেজ দিয়েছে রাজ্যের পর্যটন দফতর
১৬ টির বেশি জায়গায় ঘুরতে যাওয়ার জন্য ৬০টিরও বেশি ট্যুর প্যাকেজ দিয়েছে রাজ্যের পর্যটন দফতর
advertisement

রাজ্যের পর্যটন দপ্তরের তরফে রাজ্যের একাধিক জেলা ধরে ধরে বিশেষ টুর প্যাকেজ পাঠানো হয়েছে। আর তাতেই পুজোর ছুটিতে কীভাবে ঘুরতে যাওয়ার পরিকল্পনা থেকে শুরু করে দিনভিত্তিক প্ল্যান তৈরি করে দিয়েছে রাজ্যের পর্যটন দফতর। এই টুর প্যাকেজগুলির মধ্যে যেমন রয়েছে বিভিন্ন রাজ্যের ঐতিহ্যময় জায়গা, আবার সবুজের কাছাকাছি একটু নিরিবিলিতে সময় কাটানোর জায়গাও রাখা হয়েছে।

advertisement

আরও পড়ুন –  Shakib Al Hasan: সম্প্রচারকারী সংস্থা শাকিবকে দেখাল পাক অধিনায়ক, তোলপাড় বাংলাদেশি মিডিয়ায়

টুর প্যাকেজ এর মধ্যে যেমন রাখা হয়েছে ঐতিহ্যবাহী শান্তিনিকেতন ঘুরতে যাওয়ার টিপস, তেমনি সম্প্রতি বিপর্যয়ের মধ্যে থাকা দার্জিলিং,কালিম্পং এর ঘুরতে যাওয়ার কথাও প্ল্যানমাফিক বলে দিয়েছে রাজ্যের পর্যটন দফতর। ১৬ টির বেশি জায়গায় ঘুরতে যাওয়ার জন্য ৬০টিরও বেশি ট্যুর প্যাকেজ দিয়েছে রাজ্যের পর্যটন দফতর।

advertisement

রাজ্যে জঙ্গল পাহাড় সমুদ্র সহ প্রচুর জায়গা ঘুরতে যাওয়ার থাকলেও এতদিন পর্যন্ত সেই সব জায়গায় ঘোরার জন্য রাজ্য সরকারের তরফে কোন প্যাকেজের ব্যবস্থা ছিল না। এই ট্যুর প্যাকেজ চালু হওয়ার পর শুধু রাজ্যের মানুষ নয় দেশ-বিদেশের পর্যটকদের  এই পর্যটন স্থানগুলোতে বলেই মনে করছে রাজ্যের পর্যটন দফতর৷

এই টুর প্যাকেজ এর মধ্যে যেমন দার্জিলিং ও কালিম্পং জেলা রয়েছে তেমনি রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিভিন্ন জায়গা। দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবনকে কেন্দ্র করেও বিশেষ ট্যুর প্যাকেজ বানিয়েছে রাজ্যের পর্যটন দফতর। রয়েছে মুশিদাবাদ, মালদা, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা, কোচবিহারের একাধিক জায়গা। এছাড়া ধর্মীয় পর্যটন কেন্দ্র অর্থাৎ রিলিজিয়াস হেরিটেজ হিসেবে রাজ্য জুড়ে ১০০ টিরও বেশি জায়গা এই টুর প্যাকেজের আওতায় আনা হয়েছে। ট্যুর প্যাকেজের সঙ্গে গাইডদের নম্বর ও ইমেল আইডি ও দিয়ে দিয়েছে রাজ্যের পর্যটন দফতর। সব মিলিয়ে পুজোর উৎসবে বহু পর্যটকদের সমাগম হবে রাজ্যে তেমনটাই আশা করছে রাজ্যের পর্যটন দফতর৷

advertisement

SOMRAJ BANDOPADHYAY

বাংলা খবর/ খবর/কলকাতা/
Pujo Tour 2023: পুজোতে দুর্দান্ত ঘোরার প্যাকেজ পর্যটন দফতরের, দার্জিলিং থেকে শান্তিকেতন রইল ঘুরতে যাওয়ার বিশেষ টিপস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল