TRENDING:

Puja Special Train: ষষ্ঠী থেকে নবমী পুজো স্পেশাল ট্রেন চালু করছে রেল, জেনে নিন রুট, টাইম টেবল

Last Updated:

এই বিশেষ ট্রেন চলবে সাঁতরাগাছি-পুরুলিয়া-সাঁতরাগাছি রুটে। অক্টোবর মাসের ২০ তারিখ অর্থাৎ ষষ্ঠী থেকে এই ট্রেন চালু হবে। চলবে ২৩ অক্টোবর নবমী পর্যন্ত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পুজোয় যাত্রীদের বাড়তি চাপ সামাল দিতে বিশেষ পুজো স্পেশাল ট্রেন চালু করছে দক্ষিণ পূর্ব রেল। এই বিশেষ ট্রেন চলবে সাঁতরাগাছি-পুরুলিয়া-সাঁতরাগাছি রুটে। অক্টোবর মাসের ২০ তারিখ অর্থাৎ ষষ্ঠী থেকে এই ট্রেন চালু হবে। চলবে ২৩ অক্টোবর নবমী পর্যন্ত।
advertisement

০৮০২৭ সাঁতরাগাছি-পুরুলিয়া স্পেশাল ট্রেন সাঁতরাগাছি স্টেশন ছাড়বে বেলা ১টায়। পুরুলিয়া পৌঁছবে সন্ধে সাড়ে সাতটায়। অন্যদিকে, ০৮০২৮ পুরুলিয়া সাঁতরাগাছি স্পেশাল পুরুলিয়া স্টেশন ছাড়বে বেলা ১০.৪০ মিনিটে। সাঁতরাগাছি পোঁছবে বিকেল সাড়ে চারটেয়।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই বিশেষ ট্রেনটিতে থাকবে একটি এসি থ্রি টায়ার, দশটি স্লিপার ক্লাস, একটি এসি চেয়ার কার, দুটি জেনারেল চেয়ার কার ও দুটি জেনারেল সেকেন্ড ক্লাস কোচ। স্টপেজ দেওয়া হবে খড়্গপুড়, মেদিনীপুর, বিষ্ণুপর, বাঁকুড়া, আঁদরা ও আনারা স্টেশনে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Puja Special Train: ষষ্ঠী থেকে নবমী পুজো স্পেশাল ট্রেন চালু করছে রেল, জেনে নিন রুট, টাইম টেবল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল