এই উদ্যোগ শুধু সত্যরূপ সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধার নিদর্শন নয়, বরং ভারতের গর্বিত উত্তরাধিকারের প্রতিফলন। বিচারপতিরা তাঁর দুঃসাহসিক মনোভাব ও ভারতের পতাকা বিশ্বের উচ্চতম শৃঙ্গ ও অভিযানে বহন করার জন্য তাঁকে শুভেচ্ছা জানান।
advertisement
কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি রাজশেখর মান্থা এবং অরিন্দম মুখোপাধ্যায় সম্প্রতি এই বিশেষ অনুষ্ঠানে সত্যরূপের হাতে জাতীয় পতাকা তুলে দেন।
উত্তর মেরু অভিযানের প্রস্তুতিঃ
সত্যরূপ সিদ্ধান্ত ইতিমধ্যেই সাত মহাদেশের সর্বোচ্চ পর্বত ও আগ্নেয়গিরি জয় করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। এবার তিনি উত্তর মেরুতে অভিযানের জন্য প্রস্তুত, যেখানে তাঁকে কঠিন জলবায়ু পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
জাতীয় পতাকা হাতে নিয়ে সত্যরূপ বলেন, “এই পতাকা শুধু এক টুকরো কাপড় নয়, এটি ভারতের গর্ব, আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। আমি উত্তর মেরুতে গিয়ে এই পতাকা উড়িয়ে আমাদের দেশের সম্মান বাড়াব।”
অ্যাডভেঞ্চারের প্রতি অগাধ ভালোবাসা ও দৃঢ় মানসিকতার জোরে তিনি একাধিক অনন্য কীর্তি স্থাপন করেছেন। সত্যরূপ সিদ্ধান্তের এই উত্তর মেরু অভিযান এক ঐতিহাসিক পদক্ষেপ হতে চলেছে, যা ভারতের অ্যাডভেঞ্চার স্পোর্টসের ইতিহাসে নতুন মাত্রা যোগ করবে।