TRENDING:

বারে বারে অসহিষ্ণুতার শিকার শিল্পী-সাহিত্যিকরা

Last Updated:

শ্রীজাত একা নন। অসহিষ্ণুতার শিকার হওয়া শিল্পী-সাহিত্যিকদের তালিকাটা বেশ লম্বা-চওড়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শ্রীজাত একা নন। অসহিষ্ণুতার শিকার হওয়া শিল্পী-সাহিত্যিকদের তালিকাটা বেশ লম্বা-চওড়া। কখনও ধর্ম, উগ্র-জাতীয়তাবাদের নামে। কখনও আবার সমাজ-সংস্কৃতির নামে। বারে বারে অসহিষ্ণুতার মুখে পড়তে হয়েছে শিল্পী-সাহিত্যিকদের। চাপের মুখে কথনও দেশ ছাড়তে হয়েছে। কখনও আবার হারাতে হয়েছে প্রাণ। অসহিষ্ণুতার আঁচ তাতে এতটুকুও কমেনি।
advertisement

সলমন রুশদি

দ্য স্যাটানিক ভার্সেস। ১৯৮৮ সালে এই উপন্যাস প্রকাশিত হওয়ার পর থেকেই বিতর্কের কেন্দ্রে ভারতীয় বংশোদ্ভুত সাহিত্যিক সলমন রুশদি। তাঁর উপন্যাস ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে। এই অভিযোগে সরব হয় বেশ কয়েকটি দেশের মুসলিম সংগঠন। রুশদির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের ফতোয়া পর্যন্ত জারি করেন ইরানের প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনি।

এম এফ হুসেন

advertisement

তাঁকে বলা হয় ভারতের পিকাসো। কিন্তু তিনিও বাঁচতে পারেননি অসহিষ্ণুদের হাত থেকে। নগ্ন সরস্বতীর ছবি এঁকে বিপাকে পড়েন এম এফ হুসেন। উদ্র হিন্দুত্ববাদীদের খুনের হুমকির জেরে ২০০৬ সালে দেশ ছাড়তে বাধ্য হন তিনি। জীবনের শেষ সময়ে ভারতীয় নাগরিকত্বও ছেড়ে দেন এই চিত্রকর।

তসলিমা নাসরিন

অসহিষ্ণুতার শিকার হওয়া শিল্পী-সাহিত্যিকদের তালিকায় আরেক নাম তসলিমা নাসরিন। লেখার মাধ্যমে লিঙ্গসমতা, ধর্মনিরপেক্ষতা, মানবাধিকারের মতো বিষয়গুলির পক্ষে সওয়াল করেন তসলিমা। ধর্ম নিয়ে কলম ধরায়, মৌলবাদী গোষ্ঠীগুলির রোষের মুখে পড়তে হয় বাংলাদেশি এই লেখিকাকে। ১৯৯৪ সালে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন তসলিমা। তারপর থেকেই নির্বাসিত লেখিকা।

advertisement

গুলাম আলি 

ভারত-পাক অশান্তির জেরে অসহিষ্ণুতার শিকার গুলাম আলি। গতবছর পাঠানকোট বায়ুসেনাঘাঁটিতে জঙ্গি হামলার পর, নতুন করে পাক-বিরোধী তাস খেলতে শুরু করে শিবসেনা। সফট-টার্গেট হিসেবে বেছে নেওয়া হয় গুলাম আলিকে। শিবসেনার জঙ্গি আন্দোলনে, মুম্বইয়ে দু'দুবার অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হন গজল সম্রাট।

সঞ্জয়লীলা বনশালী

অসহিষ্ণুতার শিকার পরিচালক সঞ্জয়লীলা বনশালীও। তাঁর ছবি 'পদ্মাবতী'তে ইতিহাসকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ একাধিক রাজপুত গোষ্ঠীর। সেই অভিযোগে জয়পুরে ছবির শুটিং চলাকালীন হামলা চালায় কার্নি সেনা নামে একটি রাজপুত গোষ্ঠী। শারীরিক হেনস্থা করা হয় বনশালীকেও। হামলার জেরে জয়পুরে শুটিং বন্ধ করলেও, অসহিষ্ণুদের হাত থেকে রেহাই পাননি ব্ল্যাক-দেবদাস খ্যাত পরিচালক। মধ্যপ্রদেশের কোলাপুর 'পদ্মাবতী'র সেটে ফের হামলা চালায় একদল দুষ্কৃতী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

স্থান-কাল বদলেছে। বদলেছে আক্রান্তদের নাম। বদলায়নি শুরু অসহিষ্ণুতার প্রবণতা। মুখোশ পালটে বারে বারে সে আঘাত করেছে শিল্পী-সাহিত্যিকদের। সেই তালিকাকেই এবার নাম উঠল কবি শ্রীজাত।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
বারে বারে অসহিষ্ণুতার শিকার শিল্পী-সাহিত্যিকরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল