আরও পড়ুন : স্কুল না কলেজ? সঙ্গমের বিষয়ে জানার সঠিক বয়স কোনটি?
বিক্ষোভ নিয়ে কংগ্রেসের দক্ষিণ কলকাতা জেলা সভাপতি প্রদীপ প্রসাদ জানান, "রাজ্যে ডেঙ্গি আক্রান্ত ৬০ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৯০ জনের। কতদিন এভাবে চলতে পারে? ডেঙ্গি প্রতিরোধে কলকাতা পুরসভা এবং কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম পুরোপুরি ব্যার্থ। তাই অবিলম্বে মেয়রের পদত্যাগ দাবি করছি।"
advertisement
এদিন কংগ্রেসের মিছিলে কংগ্রেস কর্মীদের তরফে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কুশপুতুল নিয়ে আসা হয়। সেই কুশপুতুল বিক্ষোভের সময় কেড়ে নেয় পুলিশ। পুলিশের তরফে জানান হয় যে রাস্তার মাঝে কোনওরকম আগুন জ্বালাতে দেওয়া যাবে না বলেই ওই কুশপুতুল সরিয়ে নিয়ে যাওয়া হয়। এনিয়ে প্রদীপ প্রসাদ আরও বলেন, "এ কেমন রাজ্যে আমরা বসবাস করছি? যেখানে আমাদের আন্দোলন করার স্বাধীনতাটুকুও নেই। এখানে সাধারণ কুশপুতুল পর্যন্ত জ্বালাতে বাধা দিচ্ছে কলকাতা পুলিশ!"
আরও পড়ুন : রাতে নিয়মিত ঘুম না হলে মেয়েদের শরীরে বাসা বাঁধে ভয়ঙ্কর রোগ! মুক্তি পান এই সহজ উপায়ে
অপর দিকে রোজই বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। মৃত্যু মিছিলও অব্যাহত। ডেঙ্গি ঠেকাতে কলকাতা পুরসভা এবং রাজ্য প্রশাসনের তরফে নানান ব্যাবস্থা নেওয়া হলেও ডেঙ্গি নিয়ন্ত্রণ এখনও সম্বব হয়নি কলকাতা পুরএলাকায়।