TRENDING:

বিরোধীশূন্য বিধানসভায় ধ্বনি ভোটে পাস সম্পত্তি ভাঙচুরে জেল ও ক্ষতিপূরণ বিল

Last Updated:

যে বিল নিয়ে রণক্ষেত্র বিধানসভা, সেই বিলই বিরোধী শূন্য বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেল বুধবার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: যে বিল নিয়ে রণক্ষেত্র বিধানসভা, সেই বিলই বিরোধী শূন্য বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে গেল বুধবার ৷ এবার থেকে আন্দোলনের সময় কোনও সরকারি ও বেসরকারি সম্পত্তি নষ্ট করলে কড়া শাস্তি হবে ৷
advertisement

সম্প্রতি বেশ কিছু আন্দোলনে সরকারি সম্পত্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ায় ওয়েস্ট বেঙ্গল মেনটেনেন্স অব পাবলিক অর্ডার অ্যাক্ট, ১৯৭২’- এ সংশোধনী আনার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার ৷ যাতে বিক্ষোভে সময় সম্পত্তি লুঠ, পোড়ানো বা ভাঙচুর করা হলে অপরাধীদের কড়া শাস্তি দেওয়া যায় ৷ সেই অভিপ্রায়ে বুধবার দ্য ওয়েস্ট বেঙ্গল মেন্টেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যামেন্ডমেন্ট বিল ২০১৭ পেশ করা হয় ৷

advertisement

বিল পেশের আগে থেকেই বিরোধীপক্ষের আচরণেই ইঙ্গিত ছিল বড়সড় অশান্তির ৷ পরে বিধানসভায় অধ্যক্ষের নির্দেশ অবমাননা করে পোস্টারিংয়ের মাধ্যমে বিক্ষোভ দেখানোয় সাসপেন্ড করা হয় বিরোধী নেতা আবদুল মান্নানকে ৷ অধ্যক্ষের নির্দেশে বিধানসবা কক্ষ ছাড়তে নারাজ কংগ্রেস বিধায়ককে মার্শাল ডেকে বার করে দেওয়ার সময়ই হয় বিপত্তি ৷ বাকি বামফ্রন্ট ও কংগ্রেস বিধায়কেরা বাধা দিতে গেলে মার্শালের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ৷ ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন আবদুল মান্নান ৷ এরপরই বিরোধীরা সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যায় ৷ এরপরই বিরোধীশূন্য বিধানসভায় ধ্বনি ভোটে পাশ হয়ে যায় সম্পত্তরি রক্ষায় আইনের সংশোধনী বিল ৷

advertisement

এবার থেকে আন্দোলন ও বিক্ষোভে সম্পত্তি ধ্বংসে অভিযুক্তদের কড়া শাস্তি ও বড়সড় ক্ষতিপূরণের মুখোমুখি হতে হবে ৷ একইসঙ্গে এলাকাবাসী আন্দোলনের নামে হাঙ্গামা-বিক্ষোভে সম্পত্তি বিনষ্টে যুক্ত দুষ্কৃতীদের আশ্রয় দিলে তাদেরও শাস্তির মুখোমুখি হতে হবে ৷

সম্পত্তি ধ্বংসের পুরনো আইন অনুযায়ী, শাস্তি হিসেবে জেলের সর্বোচ্চ মেয়াদ ছিল ৬ মাস ৷ একইসঙ্গে সম্পত্তি ভাঙচুরের অপরাধে জরিমানা নির্ধারণ করত কোর্ট ৷ সংশোধনী বিল পাশ হওয়ায় এই প্রক্রিয়া সম্পূর্ণ বদলে যাবে ৷ নতুন আইনে কারাবাসের সময় সর্বনিম্ন ৬ মাস ও সর্বোচ্চ ৭ বছর হতে চলেছে ৷ নতুন আইনে জরিমানা নির্ধারণের প্রক্রিয়াও বদলাচ্ছে ৷ ধ্বংস হওয়া সম্পত্তির বাজারদরই হবে জরিমানার অঙ্ক ৷ সৌন্দর্য্যায়নের ক্ষতি করলেও একই ব্যবস্থা ৷ আইন যে ভাঙবে, তাকেই প্রমাণ করতে হবে তিনি সম্পত্তি নষ্টের আইন ভাঙেননি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভাঙড়ে জমি আন্দোলনে পুলিশের ১২টি গাড়ি জ্বালিয়ে দেওয়া বা জলে ফেলার ঘটনা ঘটে। এর আগেও রাজ্যে সরকারি- বেসরকারি সম্পত্তি নষ্ট হয়েছে। তাই এবার সম্পত্তি নষ্ট বন্ধে আইন লাগু করতে চলেছে রাজ্য সরকার। ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার।

বাংলা খবর/ খবর/কলকাতা/
বিরোধীশূন্য বিধানসভায় ধ্বনি ভোটে পাস সম্পত্তি ভাঙচুরে জেল ও ক্ষতিপূরণ বিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল