দুর্ঘটনা হোক বা রাজনৈতিক কর্মসূচি --- কথায় কথায় সরকারি বা বেসরকারি সম্পত্তি ভাঙচুর। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, তা নিয়ে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
বিধানসভায় বিরোধীদের তুমুল বিরোধিতার মধ্যেও সম্পত্তি রক্ষা আইনে সংশোধনী পাস করায় রাজ্য। এই সংশোধনী অনুযায়ী,
- সম্পত্তি নষ্ট করলে অভিযুক্তকে নিজেকেই নির্দোষ প্রমাণ করতে হবে
advertisement
- এতদিন পর্যন্ত পুলিশকে ধৃতের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে হত
- কারাদণ্ডের মেয়াদ ৬ মাস থেকে বাড়িয়ে ৭ বছর পর্যন্ত করা হয়েছে
- যে সম্পত্তি নষ্ট হচ্ছে তার বাজার দর অনুয়ায়ী ক্ষতিপূরণ দিতে হবে
সম্পত্তি রক্ষায় নতুন আইন পাশ হওয়ার পরপরই, বুধবার শিশুমৃত্যুর অভিযোগে একবালপুরের একটি বেসরকারি হাসপাতালে তাণ্ডব চালায় বিক্ষুব্ধরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালের কর্মী এবং অন্যান্য রোগী ও পরিজনদের মধ্যে।
রাজ্যের নয়া ওই বিল বর্তমানে রাজ্যপালের কাছে। বিলটি আইনে পরিণত হলে, কড়া আইনের প্যাঁচে পড়তে হত হামলাকারীদের। এক্ষেত্রে নয়া আইন ব্যবহার না হলেও প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে।