TRENDING:

Baghajatin building collapse: দু দিন ধরে গা ঢাকা, অবশেষে গ্রেফতার বাঘাযতীনের হেলে পড়া বহুতলের প্রমোটার! কোথায় লুকিয়ে ছিলেন?

Last Updated:

মঙ্গলবার বাঘাযতীনের ওই বহুতল হেলে পড়ার পরই গা ঢাকা দিয়েছিলেন প্রমোটার সুভাষ রায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বাঘাযতীনে বহুতল হেলে পড়া কাণ্ডে পুলিশের হাতে গ্রেফতার হলেন অভিযুক্ত প্রমোটার সুভাষ রায়৷ দক্ষিণ চব্বিশ পরগণার বকখালির একটি হোটেল থেকে এ দিন সুভাষ রায়কে গ্রেফতার করে  পুলিশ৷
বকখালি থেকে গ্রেফতার করা হল প্রমোটার সুভাষ রায়কে৷
বকখালি থেকে গ্রেফতার করা হল প্রমোটার সুভাষ রায়কে৷
advertisement

গত মঙ্গলবার বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে হেলে পড়ে প্রমোটার সুভাষ রায়ের তৈরি করা চার তলার একটি বহুতল৷ ফলে মাথার উপরে ছাদ হারায় আটটি পরিবার৷ অভিযোগ জলা জমির উপরে নিয়ম ভেঙে বহুতল নির্মাণ করার কারণেই এই বিপত্তি ঘটে৷ শুধু তাই নয়, পুরসভাকে না জানিয়ে হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে ওই বহুতল সোজা করার কাজ করাচ্ছিলেন ওই প্রমোটার৷

advertisement

আরও পড়ুন: বাংলাদেশ বিহীন কলকাতা বইমেলা, প্রায় তিন দশক পর থাকছে না ওপার বাংলার কোনও স্টল

মঙ্গলবার বাঘাযতীনের ওই বহুতল হেলে পড়ার পরই গা ঢাকা দিয়েছিলেন প্রমোটার সুভাষ রায়৷ তাঁর বাড়ি দোকান বিভিন্ন জায়গায় হানা দেয় কলকাতা পুলিশ। মোবাইল ফোন সুইচ অফ থাকায় প্রাথমিকভাবে বেগ পেতে হয় পুলিশকে। সুভাষবাবুর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই বকখালি এলাকায় সুভাষ বাবুর গতিবিধির খোঁজ পায় পুলিশ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এর পরই ফ্রেজারগঞ্জ থানাকে এই খবর জানানো হয়৷ এ দিন ফ্রেজারগঞ্জ থানার পুলিশই বকখালি এলাকার ওই হোটেলে হানা দিয়ে সুভাষবাবুকে প্রথমে আটক করে পুলিশ৷ পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই তাঁকে গ্রেফতার করে নেতাজি নগর থানার পুলিশ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Baghajatin building collapse: দু দিন ধরে গা ঢাকা, অবশেষে গ্রেফতার বাঘাযতীনের হেলে পড়া বহুতলের প্রমোটার! কোথায় লুকিয়ে ছিলেন?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল