গত মঙ্গলবার বাঘাযতীনের বিদ্যাসাগর কলোনিতে হেলে পড়ে প্রমোটার সুভাষ রায়ের তৈরি করা চার তলার একটি বহুতল৷ ফলে মাথার উপরে ছাদ হারায় আটটি পরিবার৷ অভিযোগ জলা জমির উপরে নিয়ম ভেঙে বহুতল নির্মাণ করার কারণেই এই বিপত্তি ঘটে৷ শুধু তাই নয়, পুরসভাকে না জানিয়ে হরিয়ানার একটি সংস্থাকে দিয়ে ওই বহুতল সোজা করার কাজ করাচ্ছিলেন ওই প্রমোটার৷
advertisement
আরও পড়ুন: বাংলাদেশ বিহীন কলকাতা বইমেলা, প্রায় তিন দশক পর থাকছে না ওপার বাংলার কোনও স্টল
মঙ্গলবার বাঘাযতীনের ওই বহুতল হেলে পড়ার পরই গা ঢাকা দিয়েছিলেন প্রমোটার সুভাষ রায়৷ তাঁর বাড়ি দোকান বিভিন্ন জায়গায় হানা দেয় কলকাতা পুলিশ। মোবাইল ফোন সুইচ অফ থাকায় প্রাথমিকভাবে বেগ পেতে হয় পুলিশকে। সুভাষবাবুর মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই বকখালি এলাকায় সুভাষ বাবুর গতিবিধির খোঁজ পায় পুলিশ৷
এর পরই ফ্রেজারগঞ্জ থানাকে এই খবর জানানো হয়৷ এ দিন ফ্রেজারগঞ্জ থানার পুলিশই বকখালি এলাকার ওই হোটেলে হানা দিয়ে সুভাষবাবুকে প্রথমে আটক করে পুলিশ৷ পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পরেই তাঁকে গ্রেফতার করে নেতাজি নগর থানার পুলিশ৷