কংগ্রেসের ইস্তেহারের কড়া সমালোচনায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, ‘শুধু প্রতিশ্রুতি দিলেই হয় না ৷ দেওয়া প্রতিশ্রুতি রাখতে হয় ৷ যেটা আমরা করে দেখিয়েছি ৷’
প্রসঙ্গত, কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় এলে আনা হবে MGNREGA 3.0 ৷ ১০০ দিনের বদলে এবার মিলবে ১৫০ দিনের কাজ ৷ এমনই একাধিক প্রতিশ্রুতিসহ দিল্লিতে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ২০১৯ লোকসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করেছে কংগ্রেস ৷
advertisement
দেশবাসীদের সিংহভাগের উপার্জনের উৎস এই MGNREGA প্রকল্প ৷ দেশের দারিদ্র দূরীকরণের প্রথম ধাপ হিসেবে কংগ্রেসের প্রতিশ্রুতি সরকারে এলে এবার ন্যূনতম ১০০ দিনের বদলে মিলবে নিশ্চিত ১৫০ দিনের কাজ ৷ উল্লেখ্য, গত ২৭ মার্চ লোকসভা নির্বাচনী ইস্তেহারে MGNREGA প্রকল্পের নিশ্চিত ১০০ দিনের কাজ বাড়িয়ে ২০০ দিন করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷
