ইলেকট্রনিক্স, কমমেটিক্স-সহ একাধিক প্রোডাক্টের উপরে এই চার্জ বৃদ্ধি করা হবে ৷ ইটি-র একটি রিপোর্ট অনুযায়ী, বিশেষজ্ঞদের মতে শুল্ক বৃদ্ধির জেরে অ্যামাজনের প্রোডাক্টের দাম বেড়ে যাবে ৷
আরও পড়ুন: PPF, NSC-র থেকে বেশি সুদ! স্কিমের সুবিধা পাবেন শুধু মহিলারাই, দেখে নিন এক ঝলকে!
স্বাভাবিক ভাবেই এই অতিরিক্ত চার্জের বোঝা বিক্রেতারা গ্রাহকদের উপর চাপাবে ৷ ৩১ মে থেকে নতুন চার্জ লাগু করা হবে ৷ দেখে নিন কোন কোন ক্যাটাগরির প্রোডাক্টের দাম বৃদ্ধি করা হবে ৷
advertisement
৩১ মে অ্যামাজন ইন্ডিয়ায় জামা -কাপড়, বিউটি প্রোডাক্টস, রান্নাঘরের জিনিসের ও ওষুধের উপরে শুল্ক বাড়ানো হবে ৷ বিশেষজ্ঞদের মতে এর জেরে অনলাইন শপিং প্ল্যাটফর্মের উপলব্ধ পণ্যের দাম আরও বাড়তে চলেছে ৷ এর পাশাপাশি প্রোডাক্ট রিটার্নের বিষয়েও চার্জ বৃদ্ধি করা হবে ৷
এবার থেকে সেলার্স ফি ৫০০ টাকা বা তার কম মূল্যের প্রোডাক্টে ৫.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে ৷ অন্যদিকে, ৫০০ টাকার বেশি মূল্যের প্রোডাক্টে ১৫ শতাংশ করা হয়েছে সেলার্স ফি ৷ অ্যামাজন ওয়াল পেন্টস, টুলস, ইনভার্টার ও ব্যাটারির মতো বেশ কিছু জিনিসের ক্ষেত্রে আবার সেলার্স ফি কমও করা হয়েছে ৷