অস্থি কলস নিয়ে নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে শুরু হয় বিজেপির অস্থিকলস নিয়ে যাত্রা ৷ রাজ্য বিজেপি সদর দফতর থেকে বাজপেয়ীর অস্থিকলস নিয়ে বেরোয় ফুল ও ছবিতে সুসজ্জিত ট্যাবলো ৷ কিন্তু যাত্রার শুরুতেই গাড়ির যান্ত্রিক ক্রুটিতে ছন্দপতন ৷ দু’বার থমকে যাওয়া গাড়ি সারিয়ে বিজেপি নেতা ও কর্মী সমর্থকরা পৌঁছান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে ৷ দলীয় সূত্রে খবর, এদিনই গঙ্গাসাগরে পৌঁছবে অস্থি ৷
advertisement
লক্ষ্য ২০১৯ ৷ ভোট রাজনীতি বড়ই বালাই ৷ মোদি, অমিত শাহ বা রাজ্যের কোনও নেতা নন। বাংলায় ভোট ব্যাঙ্কের লক্ষ্যেও প্রয়াত অটলবিহারী বাজপেয়ীকেই হাতিয়ার করতে চায় বিজেপি। অটল-আবেগ উসকে দিতে এবার রাজ্যের পাঁচ জায়গায় প্রাক্তন প্রধানমন্ত্রীর অস্থি বিজর্সনের পরিকল্পনা। স্থান নির্বাচনেও গেরুয়াশিবিরের কৌশল স্পষ্ট। কর্মসূচিতে যোগ দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। নজর কাড়তে অস্থি বিসর্জন নিয়ে করা হবে র্যালিও ৷ কাকদ্বীপ পর্যন্ত র্যালিতে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি ৷
বিজেপির পরিকল্পনা অনুযায়ী,
- শুক্রবার গঙ্গাসাগরে চিতাভস্ম বিজর্সন দেওয়া হবে
- ২৭ অগাস্ট ত্রিবেণীতে অস্থি বিসর্জন
- ২৮ অগাস্ট ফরাক্কায় অস্থি বিসর্জন
- ৩০ অগাস্ট নবদ্বীপে চিতাভস্ম বিসর্জন
- ৩১ অগাস্ট শিলিগুড়িতে চিতাভস্ম বিসর্জন
আরও পড়ুন
LIC পলিসি হোল্ডারদের জন্য দুঃসংবাদ, বন্ধ হয়ে যাচ্ছে এইসব স্কিম
বুধবারই দিল্লি থেকে প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীর পাঁচটি অস্থিকলস নিয়ে বিমানে রাজ্যে ফেরেন দিলীপ ঘোষ। অটলবিহারী বাজপেয়ীকে নিয়ে জেলায় জেলায় শোকসভা। কলকাতায় কেন্দ্রীয় ভাবে স্মরণসভার আয়োজন। বিভিন্ন এলাকায় অস্থিকলস বিসর্জন। আসলে, ঘুরপথে প্রয়াত অটলবিহারী বাজপেয়ীকেই এ রাজ্যে দলের মুখ করে তুলতে চলেছে বিজেপি।