আজ প্রিয়াঙ্কা ভবানীপুরে প্রচারের সময় বলেন, "বাবুল বোনের বিরুদ্ধে প্রচার করবে বলে মনে হয় না।" অর্থাৎ রাজনৈতিক অভিপ্রায় নয়, বরং ব্যক্তিগত সম্পর্ককেই সামনে রাখছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল যে সম্পর্কের জেরে বাবুল সুপ্রিয়ই নাকি তাঁকে একসময় রাজনীতিতে নামিয়েছিলেন।
আরও পড়ুন-'বাবুল সুপ্রিয় পলিটিক্যাল ট্যুরিস্ট...' দলত্যাগ প্রশ্নে একের পর এক বোমা ফাটালেন দিলীপ ঘোষ
advertisement
এবার প্রিয়াঙ্কা ভোটে দাঁড়ানোর পর পরই তাকে শুভেচ্ছা জানান বাবুল সুপ্রিয়। সেখানেই তিনি বলেন, ব্যক্তিগত আইনজীবীকে একদা তিনিই উৎসাহিত করেছিলেন রাজনীতিতে আসার জন্য। ততদিনে অবশ্য দল সম্পর্কে বীতরাগ বাবুল। কিন্তু নাছোড় বিজেপি বাবুলকে ছাড়তে চাইছিল না পুরোপুরি। প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর সম্পর্ককে সামনে রেখেই তারকা প্রচারক হিসেবে বাবুলের নাম তালিকায় রেখেছিল বিজেপি। কিন্তু আগ্রহ দেখাননি বাবুল। তবে সেই অনাগ্রহ যে তৃণমূল গমনের সূচক, এ কথাও ধারণা করতে পারেনি কেউই। এ কথা ঠিক ব্যক্তিগত সম্পর্কে মালিন্য আনেননি বাবুল। শুভেচ্ছায় কোনও অসূয়া ছিল না।
তাই আজ তাঁর বিদায়বেলায় প্রিয়াঙ্কা সেই সম্পর্ককেই সামনে রাখছেন। কিন্তু তাতে কি চিঁড়ে ভিজবে? ভবানীপুরে বাবুল পা রাখা মানে বিজেপির ভোটযাত্রা ফিকে হওয়া, কথা মানবে বহু রাজনীতিবিদই। বাবুল কি সেই কাজ করবেন? বাবুলের যুক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউকে লাগে না। তিনি একাই একশো। কিন্তু দল বললে তিনি প্রচারে যাবেন ভবানীপুরে একথাও জানিয়েছেন। অন্য দিকে প্রিয়াঙ্কা বলছেন, মনে হয় বাবুল সুপ্রিয় আসবেন না। মনে তো কত কিছুই হয়, সে কথা কি ফলে? দেখা যাক....
রিপোর্টার-সুশোভন ভট্টাচার্য