TRENDING:

Priyanka Tibrewal on Babul Supriyo| 'বোনের বিরুদ্ধে প্রচার করবে না...', ভবানীপুরে বাবুল ধাক্কা সামলাতে মরিয়া প্রিয়াঙ্কা

Last Updated:

Priyanka Tibrewal on Babul Supriyo| দীর্ঘ কয়েক ঘণ্টার নীরবতা ভেঙে বাবুল সুপ্রিয় প্রসঙ্গে অবশেষে আজ মুখ খুললেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গেরুয়া শিবিরের তাঁর পরিচিতি ছিল বাবুল সুপ্রিয়র আইনজীবী হিসেবে। বাবুল মন্ত্রী হওয়ার পরেই বিজেপিতে আসা। সেই বাবুলই আজ দলত্যাগী। ভবানীপুরের নির্বাচনের আগে তৃণমূল দাবার বোর্ডের যে দান দিয়েছে তাকে স্যাককরার ঠুকঠাকের বদলে কামারের এক ঘা বলা যায়। ক্লাইম্যাক্স নিয়ে দীর্ঘ কয়েক ঘণ্টার নীরবতা ভেঙে অবশেষে আজ মুখ খুললেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল (Priyanka Tibrewal on Babul Supriyo)। সম্পর্ককে সামনে রেখেই নির্বাচনটা উতরে দিতে চাইছেন তিনি।
অতীতে এমন ছবি বহুবার দেখা গিয়েছে। বাবুলের প্রচারসঙ্গী হয়েছেন প্রিয়াঙ্কা। ফাইল চিত্র
অতীতে এমন ছবি বহুবার দেখা গিয়েছে। বাবুলের প্রচারসঙ্গী হয়েছেন প্রিয়াঙ্কা। ফাইল চিত্র
advertisement

আজ প্রিয়াঙ্কা ভবানীপুরে প্রচারের সময় বলেন, "বাবুল বোনের বিরুদ্ধে প্রচার করবে বলে মনে হয় না।" অর্থাৎ রাজনৈতিক অভিপ্রায় নয়, বরং ব্যক্তিগত সম্পর্ককেই সামনে রাখছেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল যে সম্পর্কের জেরে বাবুল সুপ্রিয়ই নাকি তাঁকে একসময় রাজনীতিতে নামিয়েছিলেন।

আরও পড়ুন-'বাবুল সুপ্রিয় পলিটিক্যাল ট্যুরিস্ট...' দলত্যাগ প্রশ্নে একের পর এক বোমা ফাটালেন দিলীপ ঘোষ

advertisement

এবার প্রিয়াঙ্কা ভোটে দাঁড়ানোর পর পরই তাকে শুভেচ্ছা জানান বাবুল সুপ্রিয়। সেখানেই তিনি বলেন, ব্যক্তিগত আইনজীবীকে একদা তিনিই উৎসাহিত করেছিলেন রাজনীতিতে আসার জন্য। ততদিনে অবশ্য দল সম্পর্কে বীতরাগ বাবুল। কিন্তু নাছোড় বিজেপি বাবুলকে ছাড়তে চাইছিল না পুরোপুরি। প্রিয়াঙ্কার সঙ্গে তাঁর সম্পর্ককে সামনে রেখেই তারকা প্রচারক হিসেবে বাবুলের নাম তালিকায় রেখেছিল বিজেপি। কিন্তু আগ্রহ দেখাননি বাবুল। তবে সেই অনাগ্রহ যে তৃণমূল গমনের সূচক, এ কথাও ধারণা করতে পারেনি কেউই। এ কথা ঠিক ব্যক্তিগত সম্পর্কে মালিন্য আনেননি বাবুল। শুভেচ্ছায় কোনও অসূয়া ছিল না।

advertisement

তাই আজ তাঁর বিদায়বেলায় প্রিয়াঙ্কা সেই সম্পর্ককেই সামনে রাখছেন। কিন্তু তাতে কি চিঁড়ে ভিজবে? ভবানীপুরে বাবুল পা রাখা মানে বিজেপির ভোটযাত্রা ফিকে হওয়া, কথা মানবে বহু রাজনীতিবিদই। বাবুল কি সেই কাজ করবেন? বাবুলের যুক্তি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউকে লাগে না। তিনি একাই একশো। কিন্তু দল বললে তিনি প্রচারে যাবেন ভবানীপুরে একথাও জানিয়েছেন। অন্য দিকে প্রিয়াঙ্কা বলছেন, মনে হয় বাবুল সুপ্রিয় আসবেন না। মনে তো কত কিছুই হয়, সে কথা কি ফলে? দেখা যাক....

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

রিপোর্টার-সুশোভন ভট্টাচার্য

বাংলা খবর/ খবর/কলকাতা/
Priyanka Tibrewal on Babul Supriyo| 'বোনের বিরুদ্ধে প্রচার করবে না...', ভবানীপুরে বাবুল ধাক্কা সামলাতে মরিয়া প্রিয়াঙ্কা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল