এদিন ইকো পার্কে ভবানীপুরে গোপন প্রচারের ব্যাখ্যা দেন দিলীপ ঘোষ। তিনি বলেন, গোপন প্রচার মানে কর্মীদের বাড়িতে যাওয়া। আবাসনে প্রচার করা। বিষয়টি জানাজানি হলে তৃণমূল কর্মীরা এসে হুমকি দিচ্ছে বলে তাঁর অভিযোগ।
আরও পড়ুন- নজর হাই-রাইজ ভোটে! মমতার সঙ্গে লড়তে এই 'সিক্রেট' স্ট্র্যাটেজি বিজেপির!
দিলীপ ঘোষ বলেন, পরিকল্পনা করে বিজেপির বহু কার্যকর্তা বাড়ি বাড়ি গিয়ে গোপনে প্রচার করছেন। ভোটের আগে বহু হিন্দিভাষী ও অবাঙালি আবাসনগুলিতে গিয়ে তৃণমূল অত্যাচার চালিয়ে ছিল। গাড়ি ভাঙচুর করেছিল। আমরা আর তা চাইনা। তা এড়াতেই বিজেপির এই পদক্ষেপ। এই নিয়ে নানান পরিকল্পনাও করা হচ্ছে বলে জানান তিনি। সাধারণ ভাবে তারা সাধারণ মানুষের সাথে যোগাযোগ করছেন।
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য এর আগে বিজেপির আইনজীবী প্রার্থী প্রিয়াঙ্কা এর আগে তৃণমূলের সক্রিয় কর্মীদের কাছে ভোট চাইতে গিয়েছিলেন। সূত্রের খবর, ৭০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অসীম ঘোষের বাড়িতে তিনি ভোট চাইতে যান। সে সময়ে অসীমবাবু বাড়িতে ছিলেন না। প্রিয়াঙ্কা তাঁর স্ত্রীর কাছে ভোট চেয়ে আসেন।
আবার দেবব্রত রায় নামক এক তৃণমূল কর্মীর কাছেও ভোট চাইতে গিয়ে বিড়ম্বনার মধ্যে পড়েন প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার সঙ্গে বাদানুবাদে দেবব্রত নামক এই ব্যক্তি এনসিআরবি রিপোর্ট অনুযায়ী কলকাতা শহরের নিরাপদ তা তুলে ধরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক দক্ষতার সার্টিফিকেট দিতে।