এদিকে, ইডি দফতরে নথি জমা দিতে এসে সাংবাদিকদের প্রশ্নের মুখে কিছুটা মেজাজই হারিয়ে ফেললেন রেশন দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে প্রিয়দর্শিনী। সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার বদলে ধাক্কাধাক্কি করেই গাড়িতে উঠে বেরিয়ে যান তিনি।
আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র গ্রেফতারি নিয়ে এবার আলোচনা বিধানসভায়, মন্ত্রিপদ নিয়ে সিদ্ধান্ত?
তবে, এদিন ইডি দফতরে বেশিক্ষণ ছিলেন না প্রিয়দর্শিনী। জানা গিয়েছে, মাত্র দশ মিনিট ছিলেন তিনি ইডি দফতরে। তারপরই গাড়িতে উঠে বেরিয়ে যান তিনি। তবে তাঁকে যখন বাইরে প্রশ্ন করা হয়, কী কারণে আজ সিজিও কমপ্লেক্সে এসেছেন তিনি, তা জানতে চাওয়া হলে কার্যত মেজাজ হারান মন্ত্রীর মেয়ে। সাংবাদিকদের সঙ্গে রীতিমতো ধাক্কাধাক্কি করেই গাড়িতে ওঠেন তিনি।
advertisement
আরও পড়ুন: বালু-বাকিবুর যোগ! পাঁচ বছর আগে কেন বন্ধ হয় বাকিবুরের তিন কোম্পানি? রেশন দুর্নীতিতে বাড়ছে রহস্য
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব হিসেবে নিযুক্ত হয়েছিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী মল্লিক। তিন বছর তিনি সচিবের দায়িত্ব সামলাবেন বলে নির্দেশিকায় জানিয়েছিল স্কুল শিক্ষা দফতর। আশুতোষ কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক পদে ছিলেন প্রিয়দর্শিনী। শুক্রবার ভোর রাত ৩টে নাগাদ রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান ইডি গোয়েন্দারা। শেষমেশ গ্রেফতার করা হয় তাঁকে।