দেশজুড়ে ক্রমশই বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমনের ঘটনা। করোনা ভাইরাসের সংক্রমণ তৃতীয় পর্যায়ে পৌঁছেছে নাকি তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। করোনাকে মোকাবিলা করার জন্য দেশজুড়ে চলছে লকডাউন।জল্পনা রয়েছে এই লকডাউন আরও বেশ কিছুদিন বাড়বে। এরই মধ্যে কলকাতার কয়েকটি বেসরকারি স্কুল আগামী শিক্ষাবর্ষে ফি বৃদ্ধি করেছে বলে অভিযোগ।ইতিমধ্যেই সেই অভিযোগ অভিভাবকদের তরফে জানানো হয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যাায় কে। তার জেরে বৃহস্পতিবারই ভিডিও বার্তার মাধ্যমে শিক্ষা মন্ত্রী বেসরকারি স্কুলগুলোকে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ফি বৃদ্ধি না করার আবেদন জানান।
advertisement
শুক্রবার সেই ভিডিও বার্তার পর রাজ্য স্কুল শিক্ষা দপ্তর বেসরকারি স্কুলগুলোর জন্য নজিরবিহীনভাবে নির্দেশিকা জারি করল। নির্দেশিকা জানানো হয়েছে বেসরকারি স্কুল গুলি কোনোভাবেই ফি বৃদ্ধি করতে পারবে না। এই প্রথম রাজ্যের তরফে বেসরকারি স্কুলগুলোর জন্য সরাসরি কোনো নির্দেশিকা জারি করা হল। আধিকারিকদের মতে এই নির্দেশিকা জারি ফলে বেসরকারি স্কুল গুলো সরকারের এই নির্দেশ মানতে বাধ্য। কারণ নির্দেশিকা দেওয়ার ফলে যদি কোন স্কুল সেই নির্দেশ না মানে তাহলে সেই স্কুলের অনুমোদন বাতিল করে দিতে পারে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর।
সোমরাজ বন্দোপাধ্যায়