সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসের ভাড়া না বাড়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার থেকে শুরু হচ্ছে প্রতীকী প্রতিবাদ। সকালে ৮টা থেকে ১১ টা পর্যন্ত ও বিকেল ৪ টে থেকে সন্ধে ৭ টা পর্যন্ত রাস্তায় বাস চলবে!
সংগঠনের অভিযোগ, জ্বালানির দাম বাড়লেও বসরকারি বাসের ভাড়া বাড়েনি। কাজেই ৩ দিনের প্রতীকী প্রতিবাদ জানানোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংগঠন। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় জারি থাকবে প্রতিবাদ। বৃহস্পতিবার শহরে প্রতিবাদ মিছিলও হবে। এই মুহূর্তে কলকাতা ও দুই ২৪ পরগনায় ৬ হাজার বাস চলে।
advertisement
আরও পড়ুন-উৎসব শেষেই ব্রিগেডের প্রস্তুতি শুরু, নভেম্বরে নেতাজি ইন্ডোরে সভার ঘোষণা পার্থর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 25, 2018 7:42 PM IST