প্রিন্সেপ ঘাটে নৌকায় ধর্ষণের মামলার অভিযোগকারিণীর আইনজীবী জানিয়েছেন, তরুণীর কাছ থেকে অনলাইন ও নগদে টাকা নিয়েছিলেন৷ অনলাইনে টাকা নেওয়ার তথ্য প্রমাণ হাতে পেয়েছে পুলিশ৷ ঘটনার দিন ১০ হাজার টাকা ও ঘটনার ছ’দিন পর বাঘাযতীন এলাকায় এক এটিএমের সামনে দেখা করে ৮ হাজার নিয়েছিলেন অভিযুক্ত৷ ঘটনার আগে ১৭ হাজার টাকা নিয়েছিলেন৷
advertisement
আরও অভিযোগ, ধর্ষণের মুহূর্ত ক্যামেরাবন্দি করা আছে, টাকা না দিলে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে- এই হুমকি দিয়ে নেওয়া হয়েছিল ওই টাকা৷
অভিযুক্ত পু্লিশ হেফাজতের মেয়াদ শেষে আলিপুর আদালতে পেশ করা হলে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজত হয়েছে৷ নির্যাতিতা তরুণীর আইনজীবী কৃষাণু গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তাঁদের তরফে আদালতের কাছে ব্ল্যাকমেল এবং জোর করে ভয় দেখিয়ে দফায় দফায় টাকা নিয়েছেন অভিযুক্ত, তা তুলে ধরা হয়েছে। ঘটনার আগেও অন লাইনে টাকা নিয়েছে অভিযুক্ত সেই তথ্য প্রমাণ তুলে ধরা হয়েছে।
আরও পড়ুন পুজোর :‘গিফ্ট’ দিয়ে দিল রেল…দু’টো নতুন রুটে চালু হয়ে গেল AC local, জানুন কখন কখন ট্রেন
পুলিশ সূত্রে খবর, প্রথম সাক্ষাতের দিনই গঙ্গাবক্ষে নৌকায় ২৩ বছরের ওই যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনার জেরে দীপ নারায়ণ ভট্টাচার্য নামে এক যুবককে গ্রেফতার করেছে নেতাজি নগর থানার পুলিশ।
ধৃত ওই যুবকের বিরুদ্ধে আরও অভিযোগ, ঘটনার পর থেকেই টাকা চেয়ে হুমকি দেওয়া হত ওই যুবতীকে। জানা গিয়েছে, সমাজমাধ্যমে আলাপের পর প্রথম দিকে চ্যাট এবং টেক্সট মেসেজে দুজনের মধ্যে কথা হত। পরে ফোনে কথা হতে শুরু করে, তারপরই একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়।