আরও পড়ুন: হাতের চাপে উঠে আসছে পিচের তৈরি রাস্তা, মুর্শিদাবাদে কেলেঙ্কারি কাণ্ড
মঙ্গলবারই ক্যাবওয়েটি ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তা কর্মীদের দিয়ে। গার্ড রেল দিয়ে আটকানো হয়েছে রাস্তার চার দিক। ২৩ নম্বর প্ল্যাটফর্মে তৈরি হচ্ছে অস্থায়ী মঞ্চ। পুরো স্টেশনে চলছে রং করার কাজ।জোকা-তারাতলা মেট্রো, হাওড়া-এনজেপির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস, ডানকুনি-চন্দনপুর চতুর্থ লাইন, বৈঁচি-শক্তিগড় ডবল লাইন ও থার্ড লাইন, সুপার ক্রিটিক্যাল প্রোজেক্ট, নিমতিতা-নিউ ফরাক্কা ডবল লাইন। পাশাপাশি নিউ জলপাইগুড়ি স্টেশনের পুর্ণ উন্নয়নের শিলান্যাস ও আমবাড়ি ফালাকাটা থেকে গুমানিহাটের মধ্যে ব্রডগেজ লাইনের ডবলিংয়ের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
advertisement
অন্যদিকে আগামিকাল সকাল ৮'টা থেকে একাধিক ট্রেন নিয়ন্ত্রণ করা হবে হাওড়া স্টেশনে। বিশেষ করে দক্ষিণ পূর্ব রেল নিয়ন্ত্রিত হবে। সকাল ৯.১৮ যে উলুবেড়িয়া লোকালটি হাওড়া আসার কথা তা সাঁতরাগাছিতে এসে যাত্রা শেষ করবে। ৯.৩৭ হাওড়া আসে যে পাঁশকুড়া লোকাল ও ১০ঃ৪৫ সময়ের মেচেদা লোকাল তা সাঁতরাগাছিতেই যাত্রা শেষ করবে।
১০ঃ৫৫ ও ১১ঃ০৫ মিনিটে যে পাঁশকুড়া ও উলুবেড়িয়া লোকাল হাওড়া আসে, তা সাঁতরাগাছিতেই দাঁড়িয়ে যাবে। দক্ষিণ পূর্ব রেলের ট্রেনগুলি যেহেতু নিউ কমপ্লেক্সে আসে, সেখানেই উদ্বোধনী অনুষ্ঠান ফলে এই সিদ্ধান্ত। অন্যদিকে পূর্ব রেলের যে সব ট্রেন হাওড়া ওল্ড কমপ্লেক্সে আসে। তাদের গতি ও যাত্রাপথ নিয়ন্ত্রিত করা হবে। বিশেষ করে হাওড়া স্টেশনে যাত্রীদের যাতায়াত নিয়ন্ত্রণ করবে রেল।