TRENDING:

Primary TET Wrong Question Case: প্রাথমিক টেট ২০১৭ ও ২০২২ ভুল প্রশ্ন মামলায় বড় আপডেট, 'নম্বর পাবেন প্রত্যেকে', পর্যবেক্ষণ হাইকোর্টের

Last Updated:

Primary TET Wrong Question Case: প্রাথমিক টেট ২০১৭ ও ২০২২ প্রশ্ন ভুল মামলা৷ বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পেশ হাইকোর্টে। দুই টেট মিলিয়ে ৫০ প্রশ্ন ভুলের অভিযোগে মামলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: প্রাথমিক টেট ২০১৭ ও ২০২২ প্রশ্ন ভুল মামলা৷ বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পেশ হাইকোর্টে। দুই টেট মিলিয়ে ৫০ প্রশ্ন ভুলের অভিযোগে মামলা। যাদবপুর, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় ও বোর্ড নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি ৫০ প্রশ্ন খতিয়ে দেখে রিপোর্ট পেশ করে শুক্রবার।
প্রাথমিক টেট ভুল প্রশ্ন মামলা
প্রাথমিক টেট ভুল প্রশ্ন মামলা
advertisement

প্রশ্ন ভুলে নম্বর পেলে এবং তাতে মামলাকারীরা টেট উত্তীর্ণ হলে, তাদের চলতি প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেওয়া হবে। অবস্থান জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সোমবার ফের মামলার শুনানি বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে।

হাইকোর্টের পর্যবেক্ষণ অনুযায়ী ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন প্রত্যেকে। যাঁরা মামলা করেছেন, বা যাঁরা মামলা করেননি, প্রত্যেককেই ওই নম্বর দিতে হবে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট। শুক্রবার বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে ছিল মামলা।

advertisement

আরও পড়ুন: সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ ১০ চিকিৎসক, বিরাট চাকরির সুযোগ মালদহ মেডিক্যাল কলেজে

প্রাথমিক টেটের প্রশ্ন ভুল ছিল, এই অভিযোগ তুলে মামলা হয় হাইকোর্টে। ২০১৭ এবং ২০২২- দুটি টেট পরীক্ষাতেই ভুল প্রশ্নের অভিযোগ ওঠে। ওই মামলায় রিপোর্ট জমা দিয়েছে আদালত নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি। দীর্ঘ সময় ধরে মামলা চলছিল। রিপোর্ট দেখে বিচারপতির পর্যবেক্ষণ, যাঁরা আদালতে এসেছেন এবং যাঁরা আদালতে আসেননি, তাঁদের প্রত্যেকে ভুল প্রশ্নের জন্য নম্বর পাবেন।

advertisement

আরও পড়ুন: কলকাতায় ভূমিকম্প, রিখটার স্কেলে ৫.৭ মাত্রায় প্রায় ৪০ সেকেন্ড ধরে অনুভূত কম্পন! রাজ্যজুড়ে প্রবল আতঙ্ক

কোন পদ্ধতিতে নম্বর দেওয়া হবে, ঠিক কত নম্বর দেওয়া হবে, সে ব্যাপারে আগামী সোমবার আদালতে জানাবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আদালত। ২০১৭ সালের টেটে ২৩টি এবং ২০২২ সালের টেটে ২৪টি প্রশ্ন ভুল থাকার অভিযোগে মামলা হয় আদালতে। সেই মামলার প্রেক্ষিতে বিশেষজ্ঞ কমিটি গঠন করে আদালত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কম খরচে সহজ পদ্ধতিতে চাষে লাভ এনে দিতে পারে মুসুর, খেসারি ও সরিষা!
আরও দেখুন

অর্ণব হাজরা

বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary TET Wrong Question Case: প্রাথমিক টেট ২০১৭ ও ২০২২ ভুল প্রশ্ন মামলায় বড় আপডেট, 'নম্বর পাবেন প্রত্যেকে', পর্যবেক্ষণ হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল