অবশেষে শংসাপত্র পাওয়ার আশা। সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশের পর শংসাপত্র পাওয়ার সম্ভাবনা বাড়ল ২০১৫ সালের প্রাথমিক টেটে উত্তীর্ণদের।
যে সব পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েও শংসাপত্র পাননি, তাদের শংসাপত্র দিতে প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের
২০১৫ সালের প্রাথমিক টেট উত্তীর্ণরা সার্টিফিকেট পাওয়ার যোগ্য
দ্রুত সেই সার্টিফিকেট দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে
advertisement
দু-বছর পর্যন্ত সার্টিফিকেট বৈধ থাকবে
ওই দু-বছর টেটে সরাসরি ইন্টারভিউতে বসতে পারবেন তাঁরা
২০১৫ সালে প্রাথমিক টেটের পর উত্তীর্ণদের শংসাপত্র দেওয়া নিয়ে নিয়ম লঙ্ঘনের অভিযোগ ওঠে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে। ন্যাশনাল কাউন্সিল অফ টিচারস এডুকেশন বা এনসিইটি’র নির্দেশ মানা হয়নি অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হন বেশ কিছু পরীক্ষার্থী। তাঁদের অভিযোগ,
এনসিইটি’র নিয়মে উত্তীর্ণ সব প্রার্থীই সার্টিফিকেট পাওয়ার যোগ্য
প্রাথমিক শিক্ষা পর্ষদেরই সেই সার্টিফিকেট দেওয়ার কথা
যদিও পর্ষদ কোনও প্রার্থীকেই সার্টিফিকেট দেয়নি অভিযোগে মামলা করেন পরীক্ষার্থীরা। সেই মামলার রায়েই পর্ষদকে উত্তীর্ণ সব প্রার্থীকে সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। যে তারিখে পরীক্ষার্থীরা সার্টিফিকেট পাবেন, তার পর থেকে দু-বছর তা বৈধ থাকবে বলেও জানাল হাইকোর্ট।