নিয়োগ দুর্নীতি মামলায় এদিন এক এক করে সওয়াল করেন কুন্তল ঘোষ, তাপস মণ্ডল এবং নীলাদ্রি দাসের আইনজীবী৷ তাপস মণ্ডল আইনজীবী দ্বীপতাংশু বসুর আবেদন, ৮২ দিন ধরে রয়েছে হেফাজতে রয়েছেন তাপস মণ্ডল। তিনি অসুস্থ। তাঁকে জামিন দেওয়া হোক৷
আরও পড়ুন: কার দখলে কর্ণাটক? ভোট গণনার শুরুতে এগিয়ে কংগ্রেস, দেখুন লাইভ আপডেট
advertisement
এরপরেই বিচারক সিবিআই তদন্তকারী অফিসারদের উদ্দেশে বলেন, ‘‘এই মামলায় কুন্তল, তাপস আর নীলাদ্রির যোগসূত্র পাওয়া গেছে। তার নীচের তলার লিঙ্ক কই। যারা টাকা দিয়েছে তারা কোথায়? সেগুলো খুঁজে বার করুন।’’
অন্যদিকে, কুন্তলের আইনজীবীর আবেদন, ‘‘কুন্তল টাকা নিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন। যারা টাকা নিয়ে চাকরি দিয়েছে, তাদের এখানে আনা হচ্ছে না কেন? বলা হচ্ছে, তারা রক্ষাকবচ নেওয়া আছে। প্রতিটা অর্ডার শিটে তাদের সামনে আনার কথা বলা আছে। সেই অর্ডার শিট ফলো করছে না সিবিআই।’’ সিবিআইয়ের তরফে জানানো হয়, দুজন সরকারি কর্মীর সুপ্রিম কোর্টে প্রোটেকশন নেওয়া রয়েছে। প্রকাশ্যে নাম বলা যাবে না।
আরও পড়ুন: মেডিক্যালে ৩ বছরের ডিপ্লোমা কোর্স কি সম্ভব? মমতার পরামর্শ পর্যালোচনায় তৈরি বিশেষ কমিটি
এদিন, নীলাদ্রির আইনজীবীও জানান, ৮২ দিন হয়েছে। এবার তাঁকে জামিন দেওয়া হোক৷ তবে তাঁর আবেদনের বিরোধিতায় সিবিআই জানান, নীলাদ্রি কুন্তল ও তাপসের মধ্যে সেতু রক্ষা করত।
শুনানি শেষে তাপস মণ্ডল, কুন্তল ঘোষ ও নীলাদ্রি ঘোষ ২৬ মে পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ আদালতের৷ এক্ষেত্রে, নিয়োগ দুর্নীতি মামলার শুনানির শুরুতে বিচারক সিবিআই-কে এই প্রচলিত প্রবাদ বলেন।
ARPITA HAZRA