এসএসসি দর্নীতি মামলায় হাজিরা এড়াতে আদালতের দ্বারস্থ হয়েছিলেন পর্ষদ সভাপতি। কিন্তু আদালত তাঁর মামলা শুনতে রাজি হয়নি। কাজেই আজ হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দিতেই হবে তাঁকে। বিচারপতি সব্রত তালুকদারের বেঞ্চে পর্ষদের পক্ষ থেকে মামলা গ্রহনের আর্জি জানানো হয়েছিল। কিন্তু আদালত জানিয়েছে নিয়ম মেনে মামলা দায়ের করতে হবে তারপরেই ডিভিশন বেঞ্চ আবেদন গ্রহণ করবে। (Primary TET Scam)
advertisement
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় অভিযু্ক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য। আগেই সিবিআই জেরার মুখে পড়তে হয়েছে তাঁকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে গিয়ে তাঁকে জেরা করেছেন তদন্তকারীরা। তারপরেই তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা হাইকোর্ট তাঁকে পর্ষদ সভাপতির পদ থেকে সরিয়ে দিয়েছে। আজ দুপুর ২টো নাগাদ তাঁকে হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে হাজিরা দিতে হবে। (Primary TET Scam)
আরও পড়ুন : মাখনের মতো গলে যাবে পেটের চর্বি, ঘরেই তৈরি করুন এই সবুজ পাতার পানীয়! ফল হাতেনাতে...
হাজিরা এড়াতে মানিক বন্দ্যোপাধ্যায় দ্বারস্থ হয়েছিলেন কলকাতা হাইকোর্টের। রক্ষাকবচ চেয়ে আবেদন জািনয়েছিলেন আদালতে। কিন্তু আদালত তাঁর মামলা গ্রহন করেনি। কাজেই দুপুর ২টোর সময় তাঁকে হাজিরা দিতেই হবে কলকাতা হাইকোর্টে। মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে। তাঁর সম্পত্তির হিসেবও চেয়েছে আদালত।