চিঠিতে বলা হয়েছে, নিয়োগ হওয়া প্রার্থীদের নাম, রোল নম্বর, তাঁদের যোগাযোগের নম্বরও দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। বিভিন্ন জেলার তরফে কবে, কোন দিন, কত দিনের মধ্যে এই নথি সহ সিবিআইয়ের দফতরে আসতে হবে, তার তালিকাও চিঠিতে উল্লেখ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
advertisement
সূত্রের খবর, সিবিআইয়ের চিঠি পাওয়ার পরপরই এবিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। চিঠি পাঠানো হয়েছে বিভিন্ন জেলার জেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদের চেয়ারম্যানকে। সিবিআইয়ের চিঠির প্রেক্ষিতে সংশ্লিষ্ট জেলার প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানকে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে।
২০১৪-এর টেটের ভিত্তিতে কয়েক হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল রাজ্যজুড়ে। এবার পর্ষদের কাছ থেকে সেই দফায় নিয়োগ হওয়া সকল প্রার্থীর তালিকা চেয়ে পাঠাল সিবিআই।