সোমবার সাংবাদিক সম্মেলনে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য ঘোষণা করেন, প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য এ বছরও টেট পরীক্ষা নেওয়া হবে ৷ কাল অর্থাৎ ১০ অক্টোবর থেকেই পরীক্ষার জন্য অনলাইনে আবেদন পত্র নেওয়া শুরু হবে ৷ তবে এবার থেকে শুধু প্রশিক্ষণপ্রাপ্তরাই প্রাথমিক টেটে আবেদনের সুযোগ পাবেন।
আবারও প্রাথমিকে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। শেষবার প্রশিক্ষণপ্রাপ্তদের সঙ্গে প্রশিক্ষণহীনরাও আবেদন ও নিয়োগের সুযোগ পেয়েছিলেন। কিন্তু এবার শুধুমাত্র প্রশিক্ষণপ্রাপ্তদের জন্যই সেই রাস্তা খোলা। একইসঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ার সঙ্গেই আবেদনকারীদের আরও কিছু যোগ্যতা থাকা বাধ্যতামূলক করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
advertisement
প্রাথমিকে নিয়োগের শর্ত
- উচ্চমাধ্যমিকে ন্যূনতম ৫০ % নম্বর থাকতে হবে
- না হলে আবেদনই করা যাবে না
- টেটে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে
- তবেই নিয়োগ করা হবে
- ২ বছরের ডিএলএড উত্তীর্ণ হতে হবে
- ১ বছরের প্রশিক্ষণ গ্রাহ্য হবে না
-ডিএড-এ উত্তীর্ণরা আবেদন করতে পারবেন।
এদিন সাংবাদিক সম্মেলনে পর্ষদ সভাপতি বলেন, ‘ আবেদনকারীর ২ বছরের ডিএলএড সার্টিফিকেট থাকতেই হবে ৷ এককথায় প্রশিক্ষিত হতে হবে ৷’
চলতি বছরের টেট পরীক্ষার জন্য ১০ অক্টোবর থেকেই শুরু হয়ে যাবে আবেদন পত্র গ্রহণ ৷ অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অক্টোবর ৷ আবেদনের জন্য সংরক্ষণের আওতাভুক্ত চাকুরি প্রার্থীদের ফি ২৫ টাকা। অসংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের দিতে হবে ১০০ টাকা।
তবে এদিন সাংবাদিক সম্মেলনে কবে টেট পরীক্ষা নেওয়া হবে, তা ঘোষণা করেননি পর্ষদ সভাপতি ৷ তিনি জানান, আবেদনপত্র জমা নেওয়ার প্রক্রিয়া শেষ হওয়ার পরই পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে ৷
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}