কলকাতা: শিক্ষকতার চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! আজ, বুধবারই প্রাথমিক টেটের ফলপ্রকাশ। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে তেমনটাই খবর। ২০২৩ এর ডিসেম্বরে প্রাথমিকের টেট নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই পরীক্ষার ফল প্রকাশে দুর্গাপুজোর মুখে৷ আজ বিকেল ৪ টের পর প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়ে দেবে ফল প্রকাশের সময়সীমা। ২০২৩-এর ডিসেম্বরে নেওয়া হয়েছিল প্রাথমিকের টেট। প্রায় তিন লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন। সেই পরীক্ষার ফল প্রকাশ আজ করা হবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এর তরফে। জানানো হয়েছে, ” আমরা আজ ফল প্রকাশ করছি। বিকেলে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। ”
advertisement
ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে, টেটের ফল প্রকাশ হলেই প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। মূলত ওবিসি জটিলতার কারণেই টেটের ফল প্রকাশ করতে পারছিল না প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার সেই ফল প্রকাশ হতে চলেছে।
সূত্র মারফত খবর, টেটের ফলপ্রকাশের পর পরই রাজ্য জুড়ে প্রাথমিক স্কুলগুলিতে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। ইতিমধ্যেই শূন্য পদের জন্য রাজ্যের অর্থ দফতরের কাছে ফাইল পাঠানো হয়েছে চূড়ান্ত অনুমোদন চেয়ে।