মোট ১৫০ নম্বরে হবে এবারের টেট পরীক্ষা। ২০২৩ সালের টেট পরীক্ষায় ওএমআর শিটের আসল কপি পর্ষদ নিয়ে নেবে। আর পরীক্ষার্থী কার্বন কপি বাড়ি নিয়ে যেতে পারবেন। এবারের পরীক্ষায় চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি, প্রথম ভাষা (বাংলা, হিন্দি, ওড়িয়া, তেলুগু, সাঁওতালি এবং উর্দু), দ্বিতীয় ভাষা – ইংরেজি, গণিত ও পরিবেশ বিজ্ঞান বিষয়ের ওপরে প্রশ্ন করা হবে। এর জন্য মডেল প্রশ্নপত্র ও পাঠ্যক্রম প্রকাশ করেছে পর্ষদ। চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বিষয়ে পেডাগজির উপাদান, প্রাথমিক স্তরে শিক্ষণের নীতির ওপর প্রশ্ন করা হবে। এদিকে প্রথম এবং দ্বিতীয় ভাষার পরীক্ষায় থাকবে গদ্যাংশ এবং কবিতাংশ থেকে সঠিক উত্তর বেছে নেওয়ার প্রশ্ন। এছাড়া গণিতে থাকবে জ্যামিতি, যোগ-বিয়োগ, গুণ-ভাগ, সময়, দৈর্ঘ্য-প্রস্থ সংক্রান্ত প্রশ্ন। পরীক্ষা সংক্রান্ত মডেল উত্তরপত্র এবং কোন বিভাগে কত নম্বর থাকবে তা ওয়েবসাইটে দেওয়া হয়েছে।
advertisement