‘অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই নিয়োগ। পাশাপাশি সংরক্ষণ নীতি না মানা। একাধিক কারণে ৩২০০০ চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্টের একক বেঞ্চ। সুপ্রিম কোর্ট ঘুরে ডিভিশন বেঞ্চে আপাতত চাকরি বাতিলে স্থগিতাদেশ রয়েছে। সোমবার জানা গেল কোন বেঞ্চে এবং কবে সেই মামলার শুনানি হবে।
আরও পড়ুন: ফাঁস হয়ে গেল তালিকা, সর্বনাশ! বাংলাদেশের ১২ জনকে খুঁজছে ইন্টারপোল! পরিচয় শুনে আঁতকে উঠবেন
advertisement
চূড়ান্ত পর্বের শুনানি চেয়ে ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন মূল মামলাকারী প্রিয়াঙ্কা নস্করের আইনজীবী তরুনজ্যোতি তিওয়ারি।
বিচারপতি সৌমেন সেন ব্যাক্তিগত কারণে মামলা ছাড়ায় বিচারপতি তপোব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে মামলা শুনানির জন্য পাঠায় প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞনম।
২০১৬ সালে এসএসসির নিয়োগে দুর্নীতির মামলায় সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। চাকরি হারিয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। আশঙ্কা ছিল, প্রাথমিকের মামলাতেও এমন কিছু রায় আসতে পারে। তবে মামলার শুনানি আপাতত পিছিয়ে গিয়েছে। এবার দেখার আগামী সোমবার কী রায় দেয় আদালত।
অর্ণব হাজরা