TRENDING:

প্রাথমিক শিক্ষকপদের জন্য নিয়োগ পত্র বিলি শুরু, কাউন্সেলিং শুরু কলকাতাতেও

Last Updated:

ঘোষণা মতোই প্রাথমিক শিক্ষকের নিয়োগের চুড়ান্ত পর্যায় শুরু হল বৃহস্পতিবার ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ঘোষণা মতোই প্রাথমিক শিক্ষকের নিয়োগের চুড়ান্ত পর্যায় শুরু হল বৃহস্পতিবার ৷ এদিন সকাল ১০ টা থেকে শুরু হয়েছে নির্বাচিত প্রার্থীদের কাউন্সেলিং ও নিয়োগ পত্র বিতরণ ৷ প্রথম পর্যায়ে ডাক পেয়েছেন নির্বাচিত ১২ হাজার প্রার্থী ৷
advertisement

মূলত জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসেই চলছে কাউন্সেলিং পর্ব ৷ শুধু চারটি জেলার ক্ষেত্রে পৃথক স্থানে চলছে কাউন্সেলিং ৷ উত্তর ২৪ পরগনা জেলার প্রার্থীদের কাউন্সেলিং চলছে বারাসতের প্যারীচরণ সরকার গভর্নমেন্ট হাইস্কুলে ৷ আলিপুরের হেস্টিংস হাউসে হচ্ছে দক্ষিণ ২৪ পরগনার প্রার্থীদের কাউন্সেলিং ৷ বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলে হচ্ছে বর্ধমান জেলার নির্বাচিত প্রার্থীদের কাউন্সেলিং এবং আলিপুরের হেস্টিংস হাউসে চলছে দক্ষিণ ২৪ পরগনার প্রার্থীদের কাউন্সেলিং ৷

advertisement

ইতিমধ্যেই কলকাতার ১৭৮ জন প্রার্থী নিয়োগপত্র হাতে পেয়ে গিয়েছেন ৷ এতদিনের অপেক্ষার পর অবশেষে চাকরির অ্যাপয়েন্ট লেটার হাতে পেয়ে উচ্ছ্বসিত সফল প্রার্থীরা ৷ এখনও অপেক্ষায় প্রায় ৪০ হাজার চাকরিপ্রার্থী ৷

গত ৩১ তারিখ সাংবাদিক সম্মেলন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য জানান,‘৪১ হাজার ৬২৮ টি পদে প্রার্থীদের প্যানেল তৈরি হয়ে গিয়েছে ৷ মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশ ও রাজ্য সরকারের নিয়ম বিধি মেনে প্রশিক্ষিত সফল প্রার্থীদেরই আগে সুযোগ দেওয়া হয়েছে ৷ ১১ হাজার ৩০০ প্রশিক্ষিত প্রার্থীর প্যানেল তৈরির পর বাকি শূন্য পদে যোগ্যতা অনুযায়ী অপ্রশিক্ষিত প্রার্থীরা সুযোগ পেয়েছেন ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একইসঙ্গে পর্ষদ সভাপতি জানান, বৃহস্পতিবার অর্থাৎ ২ ফেব্রুয়ারি প্রথম তালিকায় নাম থাকা ১২ হাজার প্রার্থীর কাউন্সেলিং শুরু হবে ৷ নির্বাচিত প্রার্থীদের এসএমএস ও ইমেলের মাধ্যমে কাউন্সেলিং-এর স্থান ও সময় জানিয়ে দেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ ৷ প্রথম তালিকার কাউন্সেলিং শেষে ডাকা হবে দ্বিতীয় তালিকার প্রার্থীদের ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রাথমিক শিক্ষকপদের জন্য নিয়োগ পত্র বিলি শুরু, কাউন্সেলিং শুরু কলকাতাতেও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল