TRENDING:

Teacher Recruitment: প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের পথে রাজ‍্য! শূন‍্যপদ থেকে টেট, সব জানুন বিশদে

Last Updated:

Teacher Recruitment: রাজ্যজুড়ে প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগ নিয়ে বড় আপডেট। প্রাথমিক স্কুলগুলিতে এবার বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা:  রাজ্যজুড়ে প্রাথমিক স্কুলগুলিতে নিয়োগ নিয়ে বড় আপডেট। প্রাথমিক স্কুলগুলিতে এবার বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য। ইতিমধ্যেই তার নিয়োগের বিধি ও প্রস্তুত করা হয়েছে। গত বৃহস্পতিবারের বৈঠকে সেই নিয়োগের বিধি অনুমোদন হয়েছে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে।
News18
News18
advertisement

নবান্ন সূত্রে খবর, রাজ্যজুড়ে প্রাথমিক স্কুলগুলিতে বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষক নিয়োগের শূন্য পদ রয়েছে ২৭০০ টিরও বেশি। ইতিমধ্যেই সেই শূন্য পদ তৈরিও করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। সেই শূন্য পদ গুলিতেই এই নিয়োগ হবে। নিয়োগের বিধিতে বলা হয়েছে রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার অনুমোদিত সংস্থা থেকে প্রশিক্ষণ থাকতে হবে আবেদনকারী প্রার্থীদের।

advertisement

আরও পড়ুন: শুক্রের উদয়ে পাল্টে যাবে ভাগ‍্যের মোড়! সুখ-সমৃদ্ধির বন‍্যা, টাকার বৃষ্টি ৩ রাশির জীবনে

পাশাপাশি যে চাকরিপ্রার্থীদের নিয়োগ হবে তাদের পরীক্ষার ওএমআর শিট সংরক্ষণ ন্যূনতম ১০ বছর রাখা হবে। আবেদনকারী চাকরিপ্রার্থীদের টেট ও ইন্টারভিউ হবে। তবে ১৫০ নম্বরের নয়, সেক্ষেত্রে কত নম্বরের টেট হবে তা স্থির করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর নিয়োগের বিধি অনুমোদন হয়ে এলেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

advertisement

ইতিমধ্যেই মাধ্যমিক স্তরে স্কুলগুলিতেও বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য  শিক্ষক নিয়োগে বিধি রাজ্য মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। তার কাজও শুরু করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। এবার প্রাথমিক স্তরে স্কুলগুলিতেও এই নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চায় রাজ্য। তবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া থেকে এই নিয়োগ প্রক্রিয়ার বিধিতে কিছু রদবদল করা হয়েছে বলেই সূত্রের খবর।

advertisement

আরও পড়ুন: ফুটবলার পিকের বাড়ির খুনের ঘটনার পেছনে আসল কারণ কি? উঠে আসছে একের পর এক চাঞ্চল‍্যকর তথ‍্য! ৫০০০ টাকা ‘চুরিই’ কি কারণ?

অন্যদিকে, রাজ্যজুড়ে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন ওবিসি সংক্রান্ত বিষয় নিষ্পত্তি হলেই রাজ্য করবে বলেই জানা গিয়েছে। নিয়োগের যাবতীয় বিষয় প্রস্তুত হলে তার আগেই প্রাথমিক শিক্ষা পর্ষদ টেটের ফল প্রকাশ করবে। যদিও ইতিমধ্যেই টেটের ফল প্রকাশের জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে নিয়েছে পর্ষদ। উত্তরপত্র মূল্যায়নেরও কাজ শেষ করেছে পর্ষদ। রাজ্যজুড়ে প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের শূন্যপদ ৫০০০ এরও বেশি রয়েছে বলে ইতিমধ্যেই বিধানসভায় তা জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
মাটির রঙিন খেলনায় ছেয়ে গিয়েছে বাজার, চাহিদা তুঙ্গে! দাম কত জানেন?
আরও দেখুন

সোমরাজ বন্দ্যোপাধ্যায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
Teacher Recruitment: প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক নিয়োগের পথে রাজ‍্য! শূন‍্যপদ থেকে টেট, সব জানুন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল