TRENDING:

Primary Scam: চাওয়া হল ৩২৫ জনের তালিকা, নিয়োগ দুর্নীতিতে বড় রহস্যভেদের পথে সিবিআই!

Last Updated:

Primary Scam: নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই মানিক ভট্টাচাৰ্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব নিজাম প্যালেসে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচাৰ্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলকে তলব করল সিবিআই। বুধবার তাপস মণ্ডল তলব অনুসারে নিজামে এলেন। এর আগে তাঁকে একবার জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এই নিয়ে দুবার তাঁকে তলব করল সিবিআই। অভিযোগ, তাপস মানিকের নির্দেশে ক্যান্ডিডেটদের থেকে টাকা সংগ্রহ করেছেন বলে অভিযোগ । ৩২৫ জনের তালিকা চাওয়া হয়েছে।  ইডি এর আগে তাপস মণ্ডলকে ৫ বার তলব করেছে।নিয়োগ দুর্নীতি মামলায় সিটি সেশন কোর্টে ইডির বিশেষ আদালতে মানিক ভট্টাচাৰ্য স্ত্রী, মানিকের পুত্র এবং মানিক ঘনিষ্ঠ তাপস মন্ডল আদালতের সমন অনুসারে হাজিরা দিয়েছিলেন গত ৭ জানুয়ারি, জামিনের আবেদন করেছিলেন ।
সিবিআই-এর ডাক
সিবিআই-এর ডাক
advertisement

যদিও জামিনের তীব্র বিরোধীতা করেছিল ইডি।মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মন্ডল গত ৭ জানুয়ারি এজলাসে হাজিরা দেন। তিন জনের নাম চার্জেসিটে ছিল। তাপস মন্ডলের আইনজীবী আদালতে কাছে আবেদন করেন, তাপস মন্ডলকে যত বার ইডি ডেকেছে গিয়েছেন। তাপস মন্ডলের থেকে কোনো রিকভারি নেই। যে কোনো শর্তে জামিন দেওয়া হোক।পাল্টা ইডির  আইনজীবি  জামিনের তীব্র বিরোধিতা করে। ইডি আইনজীবী আদালতকে জানান,  তাপস মন্ডল অল বেঙ্গল টিচার্স ট্রেনিং এচিভার্স এসোসিয়েশন প্রেসিডেন্ট। " নো মানি নো তাপস, নো তাপস নো মানি"।

advertisement

আরও পড়ুন: মৃত্যুমুখে দাঁড়িয়েও বসতবাড়ি ছাড়তে নারাজ, যোশীমঠে তুমুল বিক্ষোভ এলাকাবাসীর

ক্যান্ডিডেট দের থেকে টাকা সংগ্রহ করতো তাপস মন্ডল মানিকের নির্দেশে। ফেসিলিটেটর ছিলেন তাপস। দুর্নীতি সম্পর্কে পুরোটা জানতেন। তাপস  না থাকলে দুর্নীতি হত না। দু পক্ষের সওয়াল জবাব শুনে বিচারক তাপস মন্ডল, শতরূপা ভট্টাচার্য, সৌভিক ভট্টাচাৰ্য  পরবর্তী শুনানির দিন ৭ফেব্রুয়ারি নির্দেশ দেন। সেদিন তাঁদের সশরীরে হাজিরা দিতে হবে।

advertisement

আরও পড়ুন: 'আমি ভোট না পেলে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও নবান্নে বসবেন না!' দাবি তৃণমূল বিধায়কের

পাশাপাশি বুধবার  নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআই তাপস মণ্ডলকে তলব করল নিজাম প্যালেসে। মানিক ভট্টাচাৰ্য অফ লাইনে যে সব ক্যান্ডিডেটদেরকে অফলাইনে রেজিস্ট্রেশন করেছিল তাঁদের লিস্ট সেই সম্পর্কে তাপশ মন্ডল কত খানি জানেন। সেই বিষয়ে ক্যান্ডিডেটদের লিস্ট চাওয়া হয়েছে তাপস মণ্ডলের থেকে। তার বয়ান রেকর্ড করে সিবিআই।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Primary Scam: চাওয়া হল ৩২৫ জনের তালিকা, নিয়োগ দুর্নীতিতে বড় রহস্যভেদের পথে সিবিআই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল