বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ বিকেল চারটে থেকেই আবেদন করা যাবে৷ ১৪ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে৷ কোন জেলায় কত সংখ্যক শূন্যপদ রয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরে বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চল্লিশ বছরের নীচে টেট উত্তীর্ণরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন৷
আরও পড়ুন: রাস্তায় বসে বিক্ষোভ মীনাক্ষীর, টেট উত্তীর্ণদের পাশে বাম ছাত্র-যুবরাও, ফের অগ্নিগর্ভ করুণাময়ী
advertisement
প্রাথমিকে শিক্ষক হিসেবে ইন্টারভিউ ছাড়াই তাঁদের নিয়োগ করতে হবে অথবা নিয়োগ প্রক্রিয়ায় তাঁদের অগ্রাধিকার দিতে হবে, এই দাবিতে গত কয়েকদিন ধরে সল্টলেকের করুণাময়ীতে গত কয়েকদিন ধরে বিক্ষোভ দেখাচ্ছিলেন ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণরা৷ বৃহস্পতিবার রাতে সেই আন্দোলনকারীদেরই জোর করে সরিয়ে দেয় পুলিশ৷ যদিও চাকরিপ্রার্থীদের এই দাবিকে অন্যায্য বলে আগেই জানিয়ে দিয়েছিল পর্ষদ৷ পর্ষদের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে গেলে ইন্টারভিউতে অংশ নিতে হবে৷
আরও পড়ুন: 'যেভাবে আন্দোলন ভাঙা হয়েছে তা লজ্জার', হিটলারি শাসন ব্যবস্থার সঙ্গে তুলনা টেনে বিস্ফোরক শুভেন্দু
২০১৪ সালের টেট উত্তীর্ণদের অনেকেরই অভিযোগ ছিল, দীর্ঘদিন নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় তাঁদের অনেকের বয়সই চল্লিশ ছাড়িয়েছে৷ ফলে তাঁরা এই নিয়োগ প্রক্রিয়ায় এমনিতেই অংশ নিতে পারবেন না৷
এ দিন বিজ্ঞপ্তিতে অবশ্য পর্ষদের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, টেট উত্তীর্ণ এবং প্রশিক্ষিত প্রত্যেকেই এই নিয়োগে অংশগ্রহণ বা আবেদন করতে পারবেন৷ ফলে যে দাবিতে আন্দোলন চলছিল তাকে পর্ষদ মান্যতা দিল না৷ জেলা ধরে ধরে শূন্যপদের উল্লেখ করা হয়েছে৷ ২০১২, ২০১৪ এবং ২০১৭ সালের টেট উত্তীর্ণরাও আবেদনের সুযোগ পাবেন৷ তবে আবেদনকারীদের বয়স হতে হবে চল্লিশের মধ্যে৷