অ্যাডভাইজারিতে স্পষ্ট বলা হয়েছে, কোনওভাবেই উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্কুলের সময়সীমা পরিবর্তন করা যাবে না। সংশ্লিষ্ট আইন ও পর্ষদের বিধি উল্লেখ করে এই নির্দেশিকা পাঠানো হয়েছে জেলার চেয়ারম্যানদের কাছে।
পুকুরের জল কমতেই তলায় দেখা গেল ৫ ফুটের সেই জীব…! রাত ২টো পর্যন্ত চেষ্টা, গোটা এলাকা ঠকঠক করে কাঁপছে
সাপের গ্রাম! দেশে এমনটি আর কোথাও নেই…মানুষের পাশে কিলবিল করছে ‘প্রতিবেশী’ সাপ! কোথায় জানেন?
advertisement
জানা গিয়েছে, অতিরিক্ত গরমের কথা মাথায় রেখে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়ার মতো জেলাগুলির ডিপিএসসি চেয়ারম্যানরা স্থানীয়ভাবে প্রাথমিক বিদ্যালয়গুলির সময়সীমা বদলে ফেলেন। কিছু জেলায় সকাল ৬.৩০ থেকে সকাল ৯টা পর্যন্ত ক্লাসের নির্দেশিকাও জারি হয়।
তবে তা মেনে নিতে নারাজ রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের দাবি, এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষাদফতর তথা উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক।