প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে মঙ্গলবার একটি নোটিশ জারি করে এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, পর্ষদ একটি গ্রিভান্স পোর্টাল তৈরি করছে, সে খানে যে কেউ অভিযোগ জানাতে পারবেন। চাকরি প্রার্থীদের বিষয়ে হোক, নিয়োগে সমস্য়া, বা শিক্ষক-শিক্ষিকাদের কোনও সমস্য়ার কথা সরাসরি এই বোর্ডে জানাতে পারবেন তাঁরা। পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগ জমা পড়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ করা হবে। এর আগেই দায়িত্বভার গ্রহণ করার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছিলেন, তিনি একটি গ্রিভান্স সেল তৈরি করবেন। সেই কথা অনুসারে আজকে তা তৈরির আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল। এই পোর্টালটি হল, https://wbbprimaryeducation.org ।
advertisement
আরও পড়ুন: সরকারি অফিসারদের ক্ষেত্রে আরও কড়া নবান্ন, এবার নজর বিদেশ সফরেও! দিতে হবে হিসেব
আরও পড়ুন: ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলার জেলায় জেলায়! ভিজবে কলকাতাও? ঝড়-বৃষ্টিপাতের বড় আপডেট
প্রাথমিক শিক্ষা পর্ষদে নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি প্রথম দিনেই সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, তিনি সমস্ত দিকে কড়া হাতে পরিচালনা করবেন। বলেছিলেন তাঁর লক্ষ্য থাকবে যাতে অভিযোগের সংখ্য়া শূন্য়তে পৌঁছে যায়। সেই লক্ষ্য়েই তিনি কাজ করবেন। পাশাপাশি তিনি বলেছিলেন, প্রতিবছর যাতে প্রাথমিকের টেট হয়, পাশাপাশি যাতে নিয়োগ প্রক্রিয়াও চলে সুষ্ঠ ভাবে, তা নিশ্চিত করা হবে।
সোমরাজ বন্দ্য়োপাধ্য়ায়