TRENDING:

প্রাথমিক শিক্ষায় বিরাট পদক্ষেপ রাজ্যের! এ বার সরাসরি অভিযোগ জমা পড়বে এই গ্রিভান্স পোর্টালে

Last Updated:

প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে মঙ্গলবার একটি নোটিশ জারি করে এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: হাজার অভিযোগ। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে নানা সময়ে হাজার একটা অভিযোগের মুখে পড়তে হয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে। এ বার সেই অভিযোগ জানানোর জন্য়ই নির্দিষ্ট পোর্টাল তৈরি করার কথা ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদ পক্ষ থেকে একটি নোটিশ জারি করে মঙ্গলবার এই বিষয়ে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। অনলাইন একটি পোর্টালের মাধ্য়মে অভিযোগ দায়ের করতে পারবেন সাধারণ মানুষ।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে মঙ্গলবার একটি নোটিশ জারি করে এই বিষয়ে স্পষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, পর্ষদ একটি গ্রিভান্স পোর্টাল তৈরি করছে, সে খানে যে কেউ অভিযোগ জানাতে পারবেন। চাকরি প্রার্থীদের বিষয়ে হোক, নিয়োগে সমস্য়া, বা শিক্ষক-শিক্ষিকাদের কোনও সমস্য়ার কথা সরাসরি এই বোর্ডে জানাতে পারবেন তাঁরা। পর্ষদের পক্ষ থেকে বলা হয়েছে, অভিযোগ জমা পড়ার সঙ্গে সঙ্গে দ্রুত পদক্ষেপ করা হবে। এর আগেই দায়িত্বভার গ্রহণ করার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছিলেন, তিনি একটি গ্রিভান্স সেল তৈরি করবেন। সেই কথা অনুসারে আজকে তা তৈরির আনুষ্ঠানিক ঘোষণা হয়ে গেল। এই পোর্টালটি হল, https://wbbprimaryeducation.org ।

advertisement

আরও পড়ুন: সরকারি অফিসারদের ক্ষেত্রে আরও কড়া নবান্ন, এবার নজর বিদেশ সফরেও! দিতে হবে হিসেব

আরও পড়ুন: ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলার জেলায় জেলায়! ভিজবে কলকাতাও? ঝড়-বৃষ্টিপাতের বড় আপডেট

প্রাথমিক শিক্ষা পর্ষদে নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি প্রথম দিনেই সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, তিনি সমস্ত দিকে কড়া হাতে পরিচালনা করবেন। বলেছিলেন তাঁর লক্ষ্য থাকবে যাতে অভিযোগের সংখ্য়া শূন্য়তে পৌঁছে যায়। সেই লক্ষ্য়েই তিনি কাজ করবেন। পাশাপাশি তিনি বলেছিলেন, প্রতিবছর যাতে প্রাথমিকের টেট হয়, পাশাপাশি যাতে নিয়োগ প্রক্রিয়াও চলে সুষ্ঠ ভাবে, তা নিশ্চিত করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সোমরাজ বন্দ্য়োপাধ্য়ায়

বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রাথমিক শিক্ষায় বিরাট পদক্ষেপ রাজ্যের! এ বার সরাসরি অভিযোগ জমা পড়বে এই গ্রিভান্স পোর্টালে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল