মঙ্গলবার ২০১৬ সালে প্রাথমিক শিক্ষক হিসেবে যাঁরা নিযুক্ত হয়েছেন তাঁদের ব্রেকআপ নম্বর-সহ বিস্তারিত তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রকাশ করা হল জেলা ভিত্তিক নম্বরের ব্রেক আপ।
কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ব্রেকআপ-সহ বিস্তারিত তালিকা প্রকাশ করল পর্ষদ। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল জেলা ভিত্তিক ব্রেক আপ-সহ, জাতি ভিত্তিক তথ্য সম্বলিত বিস্তারিত তালিকা প্রকাশ করতে। সেই তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।
advertisement
২০১৬ সালের প্রাথমিকের নিয়োগ নিয়েও অভিযোগ কম নেই। বিভিন্ন মহল থেকে সেই বছরের নিয়োগে দুর্নীতির অভিযোগে করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সেই নিয়ে তদন্তও চালাচ্ছে। কিন্তু পর্ষদ আদালতের নির্দেশ মেনে সমস্ত বিতর্কের সমাধান চাইছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। আর সেই কারণেই এই তালিকা প্রকাশ। এখন দেখার, এই তালিকা নিয়েও নতুন করে বিতর্ক তৈরি হয় কী না।