TRENDING:

আবার বাড়বে টিভি দেখার খরচ! প্যাকেজের দাম বাড়ছে, ১২ টাকার চ্যানেল কত হবে?

Last Updated:

Cable TV price hike: ফেব্রুয়ারি থেকে বাড়বে টিভি দেখার খরচ!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ফেব্রুয়ারি থেকে বাড়তে পারে আপনার টিভি দেখার খরচ। জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজ, সনি পিকচার্স নেটওয়ার্ক এবং ভায়াকম ১৮-র মতো সম্প্রচারক সংস্থাগুলি চ্যানেল প্যাকেজের দাম বাড়ানোর পরিকল্পনা করেছে। ফলে গ্রাহকদের মাসিক টিভি বিল বাড়বে।
advertisement

নেটওয়ার্ক ১৮ এবং ভায়াকম ১৮-র ডিস্ট্রিবিউশন সংস্থা ইন্ডিয়া কাস্ট পোর্টফোলিওতে খেলার চ্যানেল যোগ করার পর প্যাকের দাম ২০ থেকে ২৫ শতাংশ বাড়িয়েছে। অন্য দিকে, জি তাদের প্যাকেজের দাম ৯ থেকে ১০ শতাংশ বাড়িয়েছে। সনি-র প্যাকেজের দাম ১০ থেকে ১১ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন- T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অধিনায়ক কে,রহস্যের ওপর থেকে পর্দা তুলল আইসিসি

advertisement

ডিজনি স্টার এখনও তার নতুন দাম প্রকাশ করেনি। সম্প্রচারকারী সংস্থাগুলি জানিয়েছে, ১লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে প্যাকেজের নতুন দাম।

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) প্রতিটি সংস্থার নতুন মূল্যতালিকা যাচাই করবে।  ৩ বছর পর আবার বাড়তে চলেছে গ্রাহকদের টিভি দেখার খরচ।

আরও পড়ুন- T-20 বিশ্বকাপে মেগা ম্যাচ গ্রুপ পর্বেই,Ind vs Pak ম্যাচ হবে নিউ ইয়র্কে,রইল সূচি

advertisement

DTH ও কেবল অপারেটররা জানিয়েছেন, গ্রাহকদের টিভি দেখার খরচ 30 শতাংশ মতো বাড়তে পারে। এমনিতেই OTT চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মের দাপটে মার খাচ্ছে কেবল অপারেটর ও ডিস টিভির ব্যবসা। তার উপর প্যাকেজের দাম বৃদ্ধির জেরে গ্রাহক সংখ্যা কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

৩ বছর আগে শেষবার টিভি প্যাকেজের দাম বৃদ্ধি করেছিল TRAI। গত নভেম্বরে নতুন ট্যারিফ অর্ডার 2.0 এনেছে TRAI। ফেব্রুয়ারির ১ তারিখ থেকে তা লাগু করার কথা। জানা গিয়েছে, আগে যে চ্যানেলের জন্য  ১২ টাকা দিতে হত, এখন দিতে হবে ১৯ টাকা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

জানা যাচ্ছে, কেবল টিভি সেক্টর এমনিতেই প্রতি মাসে আড়াই শতাংশ গ্রাহক হারাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, নতুন ট্যারিফ-এর জেরে আরও গ্রাহক কমে আসবে কেবল অপারেটরদের।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
আবার বাড়বে টিভি দেখার খরচ! প্যাকেজের দাম বাড়ছে, ১২ টাকার চ্যানেল কত হবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল