নেটওয়ার্ক ১৮ এবং ভায়াকম ১৮-র ডিস্ট্রিবিউশন সংস্থা ইন্ডিয়া কাস্ট পোর্টফোলিওতে খেলার চ্যানেল যোগ করার পর প্যাকের দাম ২০ থেকে ২৫ শতাংশ বাড়িয়েছে। অন্য দিকে, জি তাদের প্যাকেজের দাম ৯ থেকে ১০ শতাংশ বাড়িয়েছে। সনি-র প্যাকেজের দাম ১০ থেকে ১১ শতাংশ বেড়েছে।
আরও পড়ুন- T20 বিশ্বকাপে টিম ইন্ডিয়ার অধিনায়ক কে,রহস্যের ওপর থেকে পর্দা তুলল আইসিসি
advertisement
ডিজনি স্টার এখনও তার নতুন দাম প্রকাশ করেনি। সম্প্রচারকারী সংস্থাগুলি জানিয়েছে, ১লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে প্যাকেজের নতুন দাম।
টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই) প্রতিটি সংস্থার নতুন মূল্যতালিকা যাচাই করবে। ৩ বছর পর আবার বাড়তে চলেছে গ্রাহকদের টিভি দেখার খরচ।
আরও পড়ুন- T-20 বিশ্বকাপে মেগা ম্যাচ গ্রুপ পর্বেই,Ind vs Pak ম্যাচ হবে নিউ ইয়র্কে,রইল সূচি
DTH ও কেবল অপারেটররা জানিয়েছেন, গ্রাহকদের টিভি দেখার খরচ 30 শতাংশ মতো বাড়তে পারে। এমনিতেই OTT চ্যানেল ও অনলাইন প্ল্যাটফর্মের দাপটে মার খাচ্ছে কেবল অপারেটর ও ডিস টিভির ব্যবসা। তার উপর প্যাকেজের দাম বৃদ্ধির জেরে গ্রাহক সংখ্যা কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
৩ বছর আগে শেষবার টিভি প্যাকেজের দাম বৃদ্ধি করেছিল TRAI। গত নভেম্বরে নতুন ট্যারিফ অর্ডার 2.0 এনেছে TRAI। ফেব্রুয়ারির ১ তারিখ থেকে তা লাগু করার কথা। জানা গিয়েছে, আগে যে চ্যানেলের জন্য ১২ টাকা দিতে হত, এখন দিতে হবে ১৯ টাকা।
জানা যাচ্ছে, কেবল টিভি সেক্টর এমনিতেই প্রতি মাসে আড়াই শতাংশ গ্রাহক হারাচ্ছে। আশঙ্কা করা হচ্ছে, নতুন ট্যারিফ-এর জেরে আরও গ্রাহক কমে আসবে কেবল অপারেটরদের।