শিক্ষাবর্ষের শুরুতেই র্যাগিং নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের চিঠি পাঠিয়েছে ইউজিসি। র্যাগিং রুখতে নয়া বিষয়গুলি রভাগিং হিসেবে গণ্য করার কথা জানানো হয়েছে চিঠিতে।
২০২৩ সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছিল বাংলা বিভাগের প্রথম বর্ষের এক পড়ুয়ার। অভিযোগ, হস্টেলে র্যাগিংয়ের শিকার হয়েছিলেন তিনি। সেই ঘটনার পর বিস্তর জলঘোলা হয়। বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস এবং হস্টেলে বাড়িয়ে দেওয়া হয় নজরদারি। একাধিক সিনিয়র ছাত্রকে র্যাগিংয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতারও করেছিল পুলিশ। এর পর চলতি বছর মে মাসে বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টারন্যাশনাল রিলেশনস’ বিভাগের স্নাতক স্তরের প্রথম বর্ষের এক ছাত্র র্যাগিংয়ের অভিযোগ তোলেন। অভিযোগ, তাঁর বিভাগেরই দুই গবেষক পড়ুয়া তাঁকে হেনস্থা করেছে, থাপ্পড়ও মারা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানায় ওই ছাত্র।
advertisement