শুক্রবার নজরুল মঞ্চে হিন্দু স্কুলের ২০০ বছরের বর্ষপূর্তি উদযাপনে যোগ দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ শিক্ষামন্ত্রীর সামনেই রাজ্যের শিক্ষাব্যবস্থার পরিকাঠামোর মানোন্নয়নে জোর দেওয়ার কথা বলেন রাষ্ট্রপতি ৷ তিনি বলেন, ‘শুধু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি নয় ৷ মানোন্নয়নের দিকে নজর দিতে হবে ৷ গবেষণার উপর বিশেষ গুরুত্ব দিন ৷’
advertisement
একইসঙ্গে দেশে শিক্ষার হাল নিয়ে এদিন সরব হন রাষ্ট্রপতি ৷ শিক্ষামন্ত্রীর উদ্দেশে বলেন, ‘উপযুক্ত উচ্চশিক্ষার পরিবেশ নেই ৷ তাই নোবেল জয়ীদেরও বাইরে যেতে হচ্ছে ৷ বাইরে গিয়ে গবেষণা করতে হচ্ছে ৷ গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে গবেষণার উপর জোর দিন ৷ শিক্ষার এই বিশেষ ঘাটতির দিক মেটাতে হবে ৷’
এরপর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে এসেও দেশের উচ্চশিক্ষায় সঠিক পরিকাঠামোর ঘাটতি নিয়ে আরও একবার ক্ষোভ প্রকাশ করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷
