TRENDING:

‘শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নের দিকে নজর দিতে হবে’, রাজ্যে শিক্ষার হাল নিয়ে সরব রাষ্ট্রপতি

Last Updated:

আইনি জটিলতায় আটকে রাজ্যের শিক্ষক নিয়োগ ৷ শিক্ষককের অভাবে বেহাল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আইনি জটিলতায় আটকে রাজ্যের শিক্ষক নিয়োগ ৷ শিক্ষককের অভাবে বেহাল রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলির পরিকাঠামো ৷ সেই দিকে দৃষ্টি আকর্ষণ করে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেন, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করলেই হবে না, মানোন্নয়নের দিকে নজর দিতে হবে ৷
advertisement

শুক্রবার নজরুল মঞ্চে হিন্দু স্কুলের ২০০ বছরের বর্ষপূর্তি উদযাপনে যোগ দেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ শিক্ষামন্ত্রীর সামনেই রাজ্যের শিক্ষাব্যবস্থার পরিকাঠামোর মানোন্নয়নে জোর দেওয়ার কথা বলেন রাষ্ট্রপতি ৷ তিনি বলেন, ‘শুধু শিক্ষা প্রতিষ্ঠান তৈরি নয় ৷ মানোন্নয়নের দিকে নজর দিতে হবে ৷ গবেষণার উপর বিশেষ গুরুত্ব দিন ৷’

advertisement

একইসঙ্গে দেশে শিক্ষার হাল নিয়ে এদিন সরব হন রাষ্ট্রপতি ৷ শিক্ষামন্ত্রীর উদ্দেশে বলেন, ‘উপযুক্ত উচ্চশিক্ষার পরিবেশ নেই ৷ তাই নোবেল জয়ীদেরও বাইরে যেতে হচ্ছে ৷ বাইরে গিয়ে গবেষণা করতে হচ্ছে ৷ গতানুগতিক শিক্ষার বাইরে গিয়ে গবেষণার উপর জোর দিন ৷ শিক্ষার এই বিশেষ ঘাটতির দিক মেটাতে হবে ৷’

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এরপর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে এসেও দেশের উচ্চশিক্ষায় সঠিক পরিকাঠামোর ঘাটতি নিয়ে আরও একবার ক্ষোভ প্রকাশ করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নের দিকে নজর দিতে হবে’, রাজ্যে শিক্ষার হাল নিয়ে সরব রাষ্ট্রপতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল