TRENDING:

‘বাংলা এখন শিল্পের জন্য আদর্শ’, রাষ্ট্রপতির মুখে বিনিয়োগের আহবান

Last Updated:

প্রদীপ জ্বালিয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ তৃতীয় বিশ্ব বঙ্গ সম্মেলনের মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: প্রদীপ জ্বালিয়ে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ৷ তৃতীয় বিশ্ব বঙ্গ সম্মেলনের মঞ্চে উঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি ৷ ২০১১ সালে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রীর আসনে বসার পরই বদলে গিয়েছে বাংলা ৷ শিল্পে বিনিয়োগের ভাঁটা কাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ঘুরে দাঁড়িয়েছে বাংলা ৷ বেঙ্গল সামিটের মঞ্চ থেকে এভাবেই প্রণব মুখোপাধ্যায় প্রশংসায় ভরিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর বাংলাকে ৷
advertisement

দেশ বিদেশের শিল্পপতিদের বাংলায় বিনিয়োগের জন্য আহবান জানিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ, ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামোই ভারতীয় অর্থনীতির ভিত্তি ৷ ভারতের শক্তি সহযোগিতামূলক অর্থনীতিতেই ৷ এক্ষেত্রে রাজ্যগুলির ভূমিকা গুরুত্বপূর্ণ ৷ বিনিয়োগের জন্য পরিকাঠামো গুরুত্বপূর্ণ ৷ পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার ৷ বেশ কিছু ক্ষেত্রে রাজ্যে পরিবর্তন এসেছে ৷ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি এখন স্থিতিশীল ৷ বাংলা এখন বিনিয়োগের আদর্শ ৷’

advertisement

বর্তমান আর্থিক পরিস্থিতি স্থির না হওয়া সত্ত্বেও প্রশাসনের দক্ষতায় বাংলায় পরিস্থিতি কতটা উন্নত সে সম্পর্কে ব্যাখা করতে গিয়ে প্রণব মুখোপাধ্যায়ের প্রতিক্রিয়া, ‘বিশ্বজুড়ে এখন আর্থিক পরিস্থিতি টলমলে, ধুঁকছে ইউরোজোনের আর্থিক অবস্থা ৷ এখনও দেশে আর্থিক বৃদ্ধির হার ৭.৬ শতাংশ ৷ দেশে এখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে, সুদের হারও কমেছে ৷ এ রাজ্যের রাস্তাঘাটাও অনেক ভাল হয়েছে ৷ রাজ্য সরকারও দারুণ ভারসাম্য বজায় রেখেছে ৷ স্কুল পড়ুয়াদের জন্য সাইকেল দিচ্ছে রাজ্য সরকার ৷ এটা রাজ্য সরকারের দারুণ পরিকল্পনা ৷ ভাবুন তো কত সাইকেল লাগছে ৷ সাইকেল উৎপাদনের এখন আদর্শ বাংলা ৷ একসময় বাইসাইকেল তৈরিতে বাংলাই শীর্ষে ছিল ৷ মমতার উদ্যোগে সেই হৃতগৌরব ফিরে পেতে পারে বাংলা ৷ রাজ্যে জিডিপির হার উল্লেখযোগ্য ৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে বাংলার অগ্রগতি ও উন্নয়নের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, ‘২০১১ সালে মমতা বন্দ্যেপাধ্যায় বাংলার দায়িত্ব নিয়েছেন ৷ তারপর থেকে গ্লোবাল বিনিয়োগ আহ্বান জানিয়েছেন ৷ মমতার নেতৃত্বে দুটি সফল শিল্প সম্মেলন হয়েছে ৷ শুধু আহ্বান জানানোই নয়, সেইভাবে রাজ্যকে তৈরি করেছেন ৷ শিল্পে একসময় ভাটা পড়েছিল বাংলায় ৷ মমতার উদ্যোগে বাংলা ফের ঘুরে দাঁড়িয়েছে ৷ আমি মনে করি বাংলা এখন বিনিয়োগের আদর্শ ৷ বাংলায় বিনিয়োগ করলে বাণিজ্যের প্রসার বাড়বে ৷ আরও সমৃদ্ধ হবে বাংলার গৌরব ৷ বাংলা ফের তার হৃতগৌরব ফিরে পাবে ৷ শিল্পবান্ধব রাজ্য তৈরির জন্য প্রতিনিয়ত পরিশ্রম করেছেন মুখ্যমন্ত্রী ৷ দেশভাগ বাংলায় বড় আঘাত হেনেছে ৷ আজ বাংলা যা ভাবে, দেশ কাল তাই ভাববে ৷ এই ভাবধারাতেও আঘাত এসেছে ৷ সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতা চেষ্টা করেছেন ৷ বিনিয়োগ টানতে চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী ৷ নিজের ঘোষণা বাস্তবায়িত করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী ৷ নিজের কাজে সবসময় ফোকাস থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তারই সুফল পেয়েছে বাংলা, আমি খুশি ৷’

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
‘বাংলা এখন শিল্পের জন্য আদর্শ’, রাষ্ট্রপতির মুখে বিনিয়োগের আহবান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল